কুমিল্লার
মনোহরগঞ্জের হাটিরপাড় গ্রামে শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে গরু
জবাই করে গোশতসহ সেহরি, ইফতার ও অগ্রিম ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল থেকে মনোহরগঞ্জ উপজেলার হাটিরপাড় গ্রামে এইচ-পি সমাজ কল্যাণ
সংস্থার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকরা পর্যায়ক্রমে এক হাজার পরিবারকে এ খাদ্য সামগ্রী বিতরণ করবেন বলে
জানান।
'সহানুভূতি নয়; দায়িত্ব বোধ থেকে' -এ প্রতিপাদ্যকে সামনে রেখে
'হাটিরপাড় (এইচ-পি) সমাজ কল্যাণ সংস্থা'র পক্ষ থেকে সামাজিক কর্মকাণ্ডের
অংশ হিসেবে ঐ গ্রামের অসংখ্য অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে গরু জবাই করে
গোশত, চাল, ডাল, তেল, ছোলাবুট, অগ্রিম ঈদের সেমাই, চিনিসহ নিত্যপ্রয়োজনীয়
বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে পরিবারগুলোর মাঝে এ
খাদ্য সামগ্রী বিতরণকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন,
হাটিরপাড় (এইচ-পি) সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা মোঃ রুহুল আমিন
(সৌদি আরব প্রবাসী), উপদেষ্টা সৈয়দ আহমদ (সৌদি আরব প্রবাসী), হাজী মোঃ
এনায়েত উল্লাহ। পরে সংস্থার দায়িত্বশীলবৃন্দ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে
খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন হাজ্বী মোঃ আলী আকবর,
বিশিষ্ট সমাজসেবক সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্য এবং চিকিৎসা ও স্বাস্থ্য
বিষয়ক সম্পাদক অনিক ঠাকুর, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান,
পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ মীলন, মোঃ হেদায়েতুল্লাহসহ প্রবাস ও দেশের
বিভিন্ন জায়গায় থাকা সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দগণ। ভিডিও কনফারেন্সে
যুক্ত ছিলেন উপদেষ্টা মোঃ রবিউল আলম, সভাপতি মোঃ রশিদ আলম, পরিচালক কমিটির
সিনিয়র সদস্য কেফায়েতুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় হাটিরপাড়
(এইচ-পি) সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা মোঃ রুহুল আমিন সাহেব জানান,
সংস্থার সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টা ও আমাদের পরিবারের সদস্যদের বিশেষ
সহযোগিতায় আমরা এলাকার গরিব, অসহায় ও দরিদ্র পরিবারকে একটু সহযোগিতার
উদ্যোগ নিয়েছি। আসন্ন রমজান মাসে এ লোকগুলো যাতে একটু সহজে এবাদত-বন্দেগী
করতে পারে সে জন্যই আমাদের এ প্রয়াস। সবাই সবার অবস্থান থেকে আশেপাশের
অসচ্ছল লোকদের পাশে দাঁড়ালে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।