কুমিল্লার
বুড়িচং উপজেলা সদরে অবস্থিত কালি নারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে
গতকাল বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান
বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
কুমিল্লা -৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আবুল হাসেম খান।
অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিষ্ণু কুমার
ভট্টাচার্য্য এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিন। বিশেষ
অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল
মান্নান, বুড়িচং থানার ওসি তদন্ত মোঃ কবির হোসেন, উপজেলা আওয়ামী লীগের বন ও
পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রশিদ, আওয়ামী লীগের নেতা মোঃ আব্দুল
কুদ্দুস, আব্দুর রশিদ পেপার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কৃষ্ণ পাল।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন
বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফিরোজ বেগম, সাবেক প্রধান শিক্ষক মোঃ
সিরাজুল ইসলাম ভূইয়া, সাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ আবুল কাসেম ভূইয়া,
সাবেক সিনিয়র শিক্ষক সফিকুল ইসলাম ভূইয়া, বিরাজ কুমার ভট্টাচার্য্য,মোসাঃ
মরিয়ম বেগম, কানিজ ফাতেমা রোকেয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বীর
মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে
পুরষ্কার বিতরণ করেন।