প্রকাশ: রোববার, ১৯ মার্চ, ২০২৩, ১২:৪৮ এএম |

১৭ই
মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম দিন এবং
জাতীয় শিশু দিবস। ইস্টার্ন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যথাযোগ্য মর্যাদায় দিবস
ব্যাপী কর্মসূচী পালন করেন। উল্লেখযোগ্য কর্মসূচীর মধ্যে ভোর ৬ টায়
আনুষ্ঠানিকভাবে জাতীয় ও কলেজ পতাকা উত্তোলন করা হয়।

সকাল ১০টায় কাবিলা
ক্যাম্পাসে শিক্ষক মণ্ডলী, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারী সমেত একটি
বর্ণাঢ্য র্যালী ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কাবিলা ক্যাম্পাসে স্থাপিত
জাতির পিতা বঙ্গবন্ধু’র ম্যুরালে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা
নিবেদন করেন। বঙ্গবন্ধু সহ মহান স্বাধীনতা সংগ্রামে নিহত সকল শহীদদের প্রতি
শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অতঃপর জাতির পিতার ম্যুরাল
প্রাঙ্গনে অত্র কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ খোরশেদ আলম এর
সভাপতিত্বে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত
আলোচনা সভায় অত্র প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রীবৃন্দ এবং
কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া দিবসের অন্যান্য
কর্মসূচীর মধ্যে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইস্টার্ন মেডিকেল কলেজ
হাসপাতাল ক্যাম্পাসে স্বেচ্ছায় সম্পূর্ণ বিনামূল্যে নিরাপদ রক্তদান
কর্মসূচীর আয়োজন করা হয় এবং ক্যাম্পাসে অবস্থিত জামে মসজিদে বাদ যোহর জাতির
পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অন্যান্য শহীদ সদস্যদের
আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।