বৃষ্টির
কারণে ওয়েলিংটন টেস্টের প্রথমদিন মাত্র ৪৮ ওভার খেলা হয়েছিল। তাতে ২ উইকেট
হারিয়ে ১৫৫ রান তুলে দিন শেষ করেছিল নিউ জিল্যান্ড। কেন উইলিয়ামসন ২৬ ও
হেনরি নিকোলস ১৮ রান নিয়ে অপরাজিত ছিলেন।
শনিবার দুজনেই তুলে
নিয়েছেন ডাবল সেঞ্চুরি। তাদের জোড়া ডাবল সেঞ্চুরিতে দ্বিতীয় দিনটি
দারুণভাবে রাঙিয়েছে কিউইরা। ১২৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৮০ রান তুলে ইনিংস
ঘোষণা দেয় তারা।
এরপর ১৭ ওভারে ২৬ রানেই শ্রীলঙ্কার ২ উইকেট তুলে
নিয়েছে নিউ জিল্যান্ডের বোলাররা। অসাদা ফার্নান্দো ৬ রানে ম্যাট হেনরির ও
কুশাল মেন্ডিস শূন্যরানে ডগ ব্রাসওয়েলের বলে আউট হন। দিমুথ করুণারত্নে ১৬ ও
প্রবথ জয়সুরিয়া ৪ রানে অপরাজিত আছেন। তারা দুজন রোববার আবার ব্যাট করতে
নামবেন। নিউ জিল্যান্ডের চেয়ে এখনো তারা পিছিয়ে আছে ৫৫৪ রানে।
তার
আগে উইলিয়ামসন ও নিকোলস সকাল থেকেই শ্রীলঙ্কার বোলারদের শাসন করতে থাকেন।
উইলিয়ামসন ১৭১ বলে ১০টি চার ও ২ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন। তার
সেঞ্চুরিতে ভর করে ২ উইকেটে ৩০৪ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায় নিউ
জিল্যান্ড।
বিরতির পর সেঞ্চুরি তুলে নেন নিকোলসও। তিনি ১৭৩ বলে ৮
চারে পৌঁছান তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে। তাদের দুজনের সেঞ্চুরিতে ভর
করে ২ উইকেট হারিয়ে ৪৪৩ রান তুলে চা বিরতিতে যায় ব্ল্যাক ক্যাপসরা।
বিরতির
পর ২৮৫ বল খেলে ২২টি চার ও ২ ছক্কায় ক্যারিয়ারের ষষ্ঠ ডাবল সেঞ্চুরি পূর্ণ
করেন উইলিয়ামসন। ৪৮১ রানের মাথায় ভাঙে এই জুটি। কেন উইলিয়ামসন ২৯৬ বলে
২৩টি চার ও ২ ছক্কায় ২১৫ রান করে প্রবথ জয়সুরিয়ার বলে আউট হন। যাওয়ার আগে
তৃতীয় উইকেটে নিকোলসের সঙ্গে ৩৬৩ রানের জুটি গড়ে যান।
উইলিয়াসন
যাওয়ার পর ৫৩০ রানের মাথায় ফেরেন ড্যারিল মিচেল। তিনি ১৭ রান করে কাসুন
রাজিথার বলে কট অ্যান্ড বোল্ড হন। অবশ্য নিকোলসকে আউট করা যায়নি। তিনি ২৪০
বলে ১৫টি চার ও ৪ ছক্কায় টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি স্পর্শ
করেন। তার ডাবল সেঞ্চুরির হওয়ার পর পরই ৫৮০ রানে ইনিংস ঘোষণা করে নিউ
জিল্যান্ড।