বঙ্গবন্ধু
শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা
অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান ক্ষুধা, দারিদ্রমুক্ত ও উন্নয়নশীল বাংলাদেশের স্বপ্ন দেখেছেন
আর তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন বাস্তবায়ন করছেন’।
শুক্রবার
(১৭ মার্চ) বিকেলে জাতির জনক বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন উদযাপন উপলক্ষে
মহিচাইল ইউনিয়নের অম্বরপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘মা সমাবেশে’
প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
স্বাধীনতা পদকপ্রাপ্ত
খ্যাতনামা চিকিৎসক প্রাণ গোপাল দত্ত আরও বলেন, বঙ্গবন্ধু সর্বদা পরোপকারী
ছিলেন। তিনি শৈশবকালে কারও গায়ে জামা না থাকলে নিজের জামা অন্যকে দিয়ে
দিতেন। তেমনি পাকিস্তানিদের শোষন থেকে আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার
দিয়েছেন। আজকের এই দিনে সকলকে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা
করে প্রাণ ভরে দোয়া করার প্রার্থনা করেন তিনি।
অম্বরপুর উচ্চ বিদ্যালয়
পরিচালনা পর্ষদ সভাপতি ও সাপ্পোরো ডেন্টাল মেডিকেল কলেজের চেয়ারম্যান
অধ্যাপক ডা. মহিউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তৃতা
করেন জেলা পরিষদ সদস্য অধ্যাপক বজলুর রহমান, চান্দিনা উপজেলা কৃষকলীগ
উপদেষ্টা এড. শাহজালাল মিঞা শিপন, গল্লাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর
মুক্তিযোদ্ধা ফজলুল করিম দর্জি, কেরণখাল ইউপি চেয়ারম্যান সুমন ভূইয়া,
মহিচাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকসুদা আক্তার, কৃষকলীগ নেতা লিটন
চৌধুরী, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিন প্রমুখ।
এর
আগে উপজেলার ভাগুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর
জন্মদিনে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কেক কেটে প্রধান অতিথির বক্তৃতা করেন
অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।