মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২
বাইউস্টে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে Maiden Alumni Get Together
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ১২:২৬ এএম |

বাইউস্টে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে Maiden Alumni Get Together

ব্যাপক  উৎসাহ উদ্দীপনা আর বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কুমিল্লাস্থ বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট) এর প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে ১ম বারের মতো "গধরফবহ অষঁসহর এবঃ ঞড়মবঃযবৎ"। এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নব নির্মিত স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসব মুখর পরিবেশে এক অনন্য, অসাধারণ মিলন মেলায় পরিনত হয় ক্যাম্পাস প্রাঙ্গন। এলামনাইদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর কে এম সালজার হোসেন বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে অগ্রযাত্রা তুলে ধরেন ও চলমান একাডেমিক উন্নয়ন সমুন্নত রাখার জন্য এলামনাইদের  ভুমিকা ও সহযোগীতা কামনা করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর কর্নেল মোশাররফ হোসেন, রেজিষ্ট্রার কর্নেল বদরুল আহসানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন । কেন্দ্রীয় ভাবে আয়োজিত অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্ট ভিত্তিক ইন্টারেক্টিভ আলোচনায় ছাত্রছাত্রীদের শিক্ষাগত মান উন্নয়ন, চাকরী, পেশা এবং বর্তমান সময়ের প্রতিযোগীতামূলক দক্ষতা অর্জনে বিশেষ বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ। এলামনাইদের মধ্যে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী রাহাতিল আশিকিন নিলয় জানান, এ অনুষ্ঠানে এসে অনেক আবেগাপ্লুত হয়েছি প্রিয় মুখদের সাথে দেখা হয়েছে, অসম্ভব ভালো লেগেছে। উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়ে  বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার প্রকৌশল, তড়িৎ প্রকৌশল, পুর কৌশল, ব্যবসায় প্রশাসন, ইংরেজী, ও আইন বিভাগে স্মাতক ও স্নাতকোত্তর, এমবিএ ডিগ্রী প্রদান করে আসছে। বিশ্ববিদ্যালয়ের এলামনাই ও বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহরুখ হোসেন রিয়ান জানান, আমাদের গ্র্যাজুয়েটদের নিয়ে আমরা অনেক আশাবাদী এমন আয়োজন নিঃসন্দেহে একটি মুল্যবান সেতু বন্ধন। আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাাসন বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জানান, এমন একটি সুন্দর উদ্যেগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং এর মাধ্যমে একটি নতুন অধ্যায় সূচনা হলো। সবশেষে অনুষ্ঠানে আগত এলামনাইদের শুভেচ্ছাস্বরূপ স্মারক উপহার প্রদান করা হয়। ভবিষ্যতেও এমন আয়োজনের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।



 

 












সর্বশেষ সংবাদ
নতুন বইয়ের বর্ণিল নতুন বছর
নৌকায় ভোট নিতে ভাতার কার্ড আটকে রাখার অভিযোগ
শান্তির নোবেলজয়ী থেকে দণ্ডিত আসামি
শ্রমিক ঠকানোর দায়ে নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা অধ্যক্ষ পদে অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস এর দায়িত্ব গ্রহণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বরুড়ায় শ্রমিকদল নেতাকে ছুরিকাঘাত
অর্ধেক দামে ফ্রিজ বিক্রি করছেন ফ্রিজ প্রতীকের প্রার্থী
বাড়ির জন্য কেনা জমিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একই পরিবারের ৪ জনের কবর
৫৫ কেজি সোনা চুরি, ফের রিমান্ডে দুই রাজস্ব কর্মকর্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২