নিষেধাজ্ঞা অমান্য
করে জাটকা ইলিশ নিধনের দায়ে চাঁদপুরে ১৫ জেলেকে আটক করেছে নৌপুলিশ। এসময় ২০
কেজি জাটকা, একটি নৌকা ও বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়।
গত বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা-মেঘনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
চাঁদপুর
নৌ-থানার ওসি মো. কামরুজ্জামান জানান, জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে ও
নিষেধাজ্ঞা বাস্তবায়নে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এসময়
পৃথক পৃথক স্থান থেকে ১৫ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ৮ জেলেকে ভ্রাম্যমাণ
আদালতে সাজা ও ৪ জেলে বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়। বাকি ৩ জন
অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত
পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ। এসময়
আরও উপস্থিত ছিলেন, চাঁদপুর সদরের সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর
রহমান। জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও আটককৃত জাটকা
স্থানীয় এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।