প্রাইম
ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ৮ উইকেটের জয় পেয়ে ফাইনালে উঠেছে
কুমিল্লা হাই স্কুল দল। গতকাল কুমিল্লা ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত
ষ্টেডিয়ামে মুখোমুখি হয় পুলিশ লাইন স্কুল ও কুমির্ল্লা হাই স্কুল দল ।
দিনের
শুরুতে কুমিল্লা হাই স্কুল টসে জয় পেয়ে পুলিশ লাইন স্কুল দলকে প্রথমে
ব্যাট করার আমন্ত্রণ জানায়। কুমিল্লা হাই স্কুল দলের শুভর তোপের মুখে পুলিশ
লাইন স্কুল দল ৪৫.৫ ওভার ব্যাট করে সবকটি ইউকেটের বিনিময়ে ১৪৯ রান করে।
দলে পক্ষে নিলয় ৮৪ বলে ২১ রান, আনন্দ ৫২ বলে ২২ রান, তাফি ৫০ বলে ২৭ রান
করে।
কুমিল্লা হাই স্কুল দলের শুভ ১০ ওভারে ১৩ রান দিয়ে ৫ উইকেট,
সাইদ ৬.৫ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট, রাজু ও জিহান ১টি করে উইকেট তুলে নেয়।
১৪৯
রানের জবাবে ব্যাট হাতে হাই স্কুল দল ১৩ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৫৫ রান
করে জয় তুলে নেয়। দলে পক্ষে ওপেনার রাজু ১৯ বলে ৪৯ রান, আরজু ১০ বলে ১৫
রান, আসিফ (অপরাজিত) ৩৭ বলে ৫২ রান ও জিহান (অপরাজিত) ১২ বলে ২৩ রান করে।
পুলিশ লাইন স্কুল দলের এনামুল ও নিলয় একটি করে ইউকেট পায়। ম্যাচ সেরা নির্বাচিত হয় কুমিল্লা হাই স্কুল দলের শুভ।