ঝলমলে আম্পায়ারিং ক্যারিয়ারের ইতি টেনে দিলেন আলিম দার। বৃহস্পতিবার আইসিসি এলিট প্যানেল অব আম্পায়ার্স থেকে সরে দাঁড়ান তিনি।
৫৮
বছর বয়সী পাকিস্তানি আম্পায়ার আন্তর্জাতিক ক্রিকেটে ১৪৪ টেস্ট ও ২২২
ওয়ানডে পরিচালনা করেন। দুটোই বিশ্ব রেকর্ড। এছাড়া টি-টোয়েন্টিতে তিনি ৬৯
ম্যাচে আম্পায়ারিং করেন।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এক প্রেস
বিজ্ঞপ্তিতে বলেছে, ‘রেকর্ড ৪৩৫টি পুরুষ আন্তর্জাতিক ম্যাচে দাঁড়ানো অভিজ্ঞ
আম্পায়ার আলিম দার ১৯ বছর পর এলিট প্যানেল থেকে সরে দাঁড়ালেন।’
এলিট
প্যানেলের আম্পায়ার হিসেবে দারের প্রথম আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০০২ সালে।
এক বছর পর দক্ষিণ আফ্রিকায় ২০০৩ বিশ্বকাপে দায়িত্ব পান তিনি।
পাকিস্তানে
প্রথম শ্রেণির ক্রিকেট খেলার পর আম্পায়ারিংয়ে নাম লেখান দার। আন্তর্জাতিক
ম্যাচ পরিচালনা করে সম্মানিতবোধ করেছেন তিনি। আইসিসি তার উদ্ধৃতি দিয়ে
লিখেছে, ‘এটা লম্বা যাত্রা ছিল। কিন্তু আমি সবদিক থেকে এটা উপভোগ করেছি।
বিশ্বজুড়ে আম্পায়ারিং করে আমি আনন্দিত ও সম্মানিতবোধ করেছি। আমি যা কিছু
অর্জন করেছি তা এই পেশা শুরুর আগে স্বপ্নেও দেখিনি।’
একই দিনে দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টোক ও পাকিস্তানের আহসান রাজাকে এলিট প্যানেলে যুক্ত করা হয়েছে।