
নিজস্ব
প্রতিবেদক: খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও
সংস্কৃতি চর্চা করতে হবে। সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা
বিকাশ ঘটে, সুস্থ দেহ সুন্দর মন তৈরি হয়। কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক
ক্রীড়া অংশ হিসেবে মাদকবিরোধী ফুটবল খেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে-
প্রধান অতিথি কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আফজাল
হোসেন এসব কথা বলেন। পুলিশ লাইন মাঠে খেলা শেষে কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ
মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কলেজ সভাপতি
শাহ্ মো. আলমগীর খান, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়ন
তফাজ্জল হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক মোজাম্মেল হক, ফেরদৌসী বেগম, সহকারী
শিক্ষক দুলাল হোসেন। হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ
মজুমদার এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শুভেচ্ছা বক্তব্য রাখেন-
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার
মজুমদার, অনুষ্ঠানের সদস্য সচিব ও ইংরেজি বিভাগের প্রভাষক মিঠুন মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ ইমরান হোসাইন, প্রভাষক হাসান ভূইয়া, মোহাম্মদ
মনির হোসেন, নাজমুল হোসাইন খান, নাইমা আক্তার, নিশাত মাহমুদ, ফাহিমা
আক্তার, সুফিয়া আক্তার, সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, হিসাবরক্ষক
সোহেল রানাসহ কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ।