গাড়ি
দুর্ঘটনায় আহত ঋষভ পান্ত আইপিএল থেকেও পুরোপুরি ছিটকে গেছেন। দিল্লি
ক্যাপিটালস নিয়মিত অধিনায়ককে হারিয়ে নেতৃত্বের জন্য বেছে নিয়েছে ডেভিড
ওয়ার্নারকে।
অবশ্য এমন আলোচনা অনেক দিন ধরেই ছিল। বাকি ছিল
আনুষ্ঠানিকতার। ভারতের উইকেটকিপার ব্যাটার ডিসেম্বরে মারাত্মকভাবে গাড়ি
দুর্ঘটনায় আহত হন। এখন তার পুনবার্সন চলছে। দিল্লি বিবৃতিতে জানিয়েছে,
‘পুনর্বাসন ও সুস্থ হওয়ার প্রক্রিয়ার মাঝে থাকায় পান্তের বদলে ওয়ার্নার
দায়িত্ব বুঝে নিয়েছেন।’
পুনর্বাসন প্রক্রিয়ার মাঝে থাকলেও ২৫ বছর বয়সীর
সুস্থ হতে কত সময় লাগবে সেটা এখনও নিশ্চিত নয়। অজি তারকা ওয়ার্নার অবশ্য
দায়িত্ব পেয়ে ভীষণ উচ্ছ্বসিত। তার প্রতিক্রিয়া, ‘এই ফ্র্যাঞ্চাইজি আমার
ঘরের মতো। প্রতিভাবান খেলোয়াড় সমৃদ্ধ দলটাকে নেতৃত্ব দিতে পারবো ভেবে
রোমাঞ্চ বোধ করছি।’
গত ডিসেম্বরের নিলামে ওয়ার্নারকে পেতে সাড়ে ৭ লাখ
রুপি খরচ করেছে দিল্লি। আইপিএলের নতুন আসর শুরু আগামী ৩১ মার্চ। পর দিন
লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে তারা মাঠে নামবে।