কুমিল্লার
চান্দিনায় কেরণখাল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হারুন
অর রশিদের একটি বক্তব্যকে সাম্প্রদায়িক উস্কানী মূলক দাবী করে বিক্ষোভ
সমাবেশ ও মিছিল হয়।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে কেরণখাল ইউনিয়ন
আওয়ামীলীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে ছয়ঘড়িয়া সরকারি প্রাথমিক
বিদ্যালয় মাঠে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলে ঝাড়ু হাতে
মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই বক্তব্যের প্রতিবাদ জানান।
সমাবেশে
বক্তারা দাবী করেন- গত ১৫ মার্চ (বুধবার) বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি
মো. সেলিম ভূইয়ার চিলোড়াস্থ বাস ভবনে প্রয়াত সংসদ সদস্য অধ্যাপক মো. আলী
আশরাফ এর রূহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানে বক্তৃতায়
কেরণখাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুন অর রশিদ বর্তমান সংসদ
সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তকে জড়িয়ে আপত্তিকর ও
সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেন।
এমন সাম্প্রদায়িক বক্তৃতাকে
নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগ নেতা মো. রোকন উদ্দিন
ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কেরণখাল ইউনিয়ন পরিষদ
চেয়ারম্যান মো. সুমন ভূইয়া।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন কুমিল্লা উত্তর
জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি ফয়সাল বারী মুকুল, কেরনখাল ইউনিয়ন
আওয়ামীলীগ সহ সভাপতি পরস মেম্বার, মাওলানা মো. আবদুস সাত্তার, আওয়ামী লীগ
নেতা আজগর আলী গাজী, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক কাজী আখলাকুর
রহমান জুয়েল, যুগ্ম-আহবায়ক আমির হোসেন আমু, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. আবু
সুফিয়ান, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হাবিবুর রহমান জনি, সাবেক ছাত্রলীগ
নেতা মো. ফারুক হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবকলীগ
যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল মানিক, পৌর স্বেচ্ছাসেবকলীগ সাধারণ
সম্পাদক আবু মুসা জনি, ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা
মেঘনাথ ভৌমিক মাস্টার, কেরণখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা সুমন সরকার
প্রমুখ।