দাউদকান্দির বারপাড়া ইউপি নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী
আলমগীর হোসেন
|
![]() তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন টেলিফোন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোঃ শফিউল বাশার সুমন মিয়া পেয়েছেন ২,৮০৭ ভোট। ঘোড়া প্রতীকে আলাউদ্দিন আল আজাদ পেয়েছেন ১,৪৭৯ ভোট এবং নৌকা প্রতীকে মোঃ মনির হোসেন তালুকদার পেয়েছেন ৪৫৫ ভোট। বৃহস্পতিবার সকাল ৮:৩০ থেকে বিকাল ৪:৩০ মিনিট পর্ষন্ত ইভিএম এর মাধ্যমে বিরতীহিন ভাবে চলে এ ভোট গ্রহণ। ইউনিয়নের ৯টি কেন্দ্রের ৫১ টি কক্ষে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিলো ১৭,০৭৭ জন। এর মধ্যে ১১,৮৬৮ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার রাতে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিনুল হাসান তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। এসময় উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার আশরাফুল নাহার উপস্থিত ছিলেন।
|