কক্সবাজারে হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার
|
![]() কক্সবাজারে হোটেল কক্ষ থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ মার্চ) সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. নাজমুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১৫ মার্চ) রাত ১১টায় শহরের হোটেল-মোটেল জোনের আল মারওয়া নামক আবাসিক হোটেলের ১৩১ নম্বর কক্ষ থেকে তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার মহসিন শেখের মেয়ে শারমিন আক্তার (২৬)। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. নাজমুল হুদা জানান, বুধবার রাতে ওই কক্ষ থেকে তরুণীর মরদেহটি উদ্ধার করা হয়। শারমিন আক্তার নামের এক তরুণী ঢাকা থেকে এসে মঙ্গলবার (১৪ মার্চ) হোটেল আল-মারওয়ার ১৩১ নম্বর কক্ষে উঠেছিলেন। তিনি আরও জানান, হোটেল কর্তৃপক্ষ সংবাদ দিলে রুমের দরজা ভেঙে ওড়না প্যাঁচানো অবস্থায় ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা।
|