উয়েফা
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার
মিলান। শেষ ষোলোর লড়াইয়ে প্রথম লেগে ঘরের মাঠে পোর্তোকে হারিয়েছিল
লাউতারো মার্টিনেজরা। মঙ্গলবার রাতে দ্বিতীয় লেগে গোলশূন্য ড্র করে শেষ আটে
জায়গা করে নিয়েছে তারা।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই বল দখলের
হাড্ডাহাড্ডি লড়াইয়ে দাপট ছিল স্বাগতিক পোর্তোর। ম্যাচজুড়ে ছিল
আক্রমণ-প্রতি আক্রমণ। শুধু গোলের দেখা পায়নি কোনো দল। পোর্তো সুযোগ তৈরি
করেছিল কয়েকবার। তবে গোল আদায়ে ছিল বরাবরই ব্যর্থ। ম্যাচের একেবারে শেষ
মুহূর্তে লাল কার্ড দেখতে হয় পোর্তো ডিফেন্ডার পেপেকে। ম্যাচ শেষ হয়
গোলশূন্য সমতায়।
গোলশূন্য অবস্থায় ম্যাচ শেষ হলেও শেষ হাসিটা ছিল ইন্টার
মিলানেরই। প্রথম লেগে ১-০ ব্যবধানে এগিয়ে থাকায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত
হয়েছে ইতালির ক্লাবটির। দিনের অন্য ম্যাচে অবশ্য হয়েছে গোলবন্যা। ঘরের মাঠ
ইতিহাদে জার্মান ক্লাব লেইপজিগকে ৭-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই
জয়ের ফলে চ্যাম্পিয়নস লিগের শেষ আট নিশ্চিত করেছে ইংলিশ জায়ান্টরা।