বুধবার ২২ মার্চ ২০২৩
৮ চৈত্র ১৪২৯
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আইনজীবীদের মারামারির ঘটনায় মামলা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ১২:২৩ এএম |


সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) নির্বাচন সংক্রান্ত সাব-কমিটির সদস্য অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকনকে। (সূত্র: বাংলা ট্রিবিউন)
মামলার অপর আসামিরা হলেন-অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট কামরুল হাসান সজল, অ্যাডভোকেট মাহফুজ-বিন-ইউসুফ, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট মাহদিন চৌধুরী, অ্যাডভোকেট গোলাম আক্তার জাকির, অ্যাডভোকেট মো. মনজুরুল আলম সুজন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট মোক্তার কবির খান, অ্যাডভোকেট আশরাফ-উজ-জামান খান, অ্যাডভোকেট  নূরে আলম সিদ্দিকী সোহাগ। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১০০ আইনজীবীকে।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা কনফারেন্স রুমে জোরপূর্বক বেআইনি জনতাবদ্ধে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে রুমের মধ্যে থাকা ব্যালট পেপার ও নির্বাচন সংক্রান্ত অন্যান্য অনুষাঙ্গিক দ্রব্য টেনে হিঁচড়ে রুমের বাইরে বারান্দায় ফেলে দেয় এবং কিছু ব্যালট পেপার চুরি করে নিয়ে যায়। ওই আসামিরা (নির্বাচন সংক্রান্ত) সাব-কমিটির সদস্য অ্যাডভোকেট মৌসুমি বেগম এবং কনফারেন্স রুমের বাইরে থাকা শুভ্র বোস ও গোলাম সারোয়ারসহ অন্যান্য আইনজীবীদেরকে আহত করে।
তাদের চিৎকারে সমিতির দ্বিতীয় তলায় থাকা সাধারণ আইনজীবী এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সমিতির ৩য় তলার বারান্দায় ছিন্নভিন্ন থাকা অনেক ব্যালট পেপার এবং নির্বাচন সংক্রান্ত আনুষঙ্গিক ক্ষতিগ্রস্ত দ্রব্যাদি দেখা গেছে-যার ক্ষতির পরিমাণ ৪ লাখ টাকা। সমিতির সিসিটিভি ফুটেজে ঘটনার বিষয়ে সমস্ত ধারণ করা আছে।
এজাহারে বাদী আরও বলেন, আশঙ্কা করছি আগামীকাল থেকে নির্বাচন তারা সুষ্ঠুভাবে সম্পন্ন হতে দিবে না, এটা বাংলাদেশের সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা নস্যাৎ করার অপচেষ্টা।
এর আগে বুধবার (১৫ মার্চ) বেলা ১২টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীদের হট্টগোলের মাঝে পুলিশি হামলায় আইনজীবী-সাংবাদিকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।













সর্বশেষ সংবাদ
উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রেস ব্রিফিং মনোহরগঞ্জে ঘর পাচ্ছে ২০৭ গৃহহীন পরিবার
এশিয়া লায়ন্সের শিরোপা জয়, ফাইনালসেরা রাজ্জাক
কাবাডিতে হ্যাটট্রিক শিরোপা বাংলাদেশের
তৃতীয় ওয়ানডেতে নেই আফিফ-শরিফুল
ইংলিশ প্রিমিয়ার লিগে রমজানে থাকছে ‘ইফতার’ ব্রেক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সীমানা পরিবর্তনের আবেদন সবচেয়ে বেশি কুমিল্লায়
কমলো হজের খরচ
রমজানে ছুটি মাধ্যমিক স্কুল-কলেজ, প্রাথমিকে ক্লাস ১৫ দিন
বাংলাদেশে ১৪ ঘণ্টা, এবার সবচেয়ে দীর্ঘ সময় রোজা যে দেশে
একই পদ্ধতি অনুসরণে সব মসজিদে তারাবিহ পড়ার আহ্বান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft