শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩
৮ আশ্বিন ১৪৩০
শরীয়তপুরে বজ্রাঘাতে প্রাণ গেলো ৩ জনের
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ১২:০৮ এএম |




শরীয়তপুরের জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলায় পৃথক বজ্রাঘাতে তিন জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের ওমরউদ্দি মাদবর কান্দি গ্রামের জাহাঙ্গীর মোল্লার ছেলে শাকিল মোল্লা (২১), ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের মুসলিম উদ্দিন মালের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) ও ছয়গাঁও ইউনিয়নের আনন্দ বাজার গ্রামের সৌদি আরব প্রবাসী নাদিম মুন্সি (২৪)। এ ছাড়া বড়কান্দি ইউনিয়নের কাচারি কান্দি গ্রামের সেলিম শেখের মেয়ে সুরা মনি (১৫ মাস) নামে এক শিশু গুরুতর আহত হয়। আহত শিশুকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
গুরুতর আহত শিশু সুরা মনির খালা পলি আক্তার জানান, সে তার মায়ের কোলে ছিল। হঠাৎ বজ্রাঘাতের বিকট শব্দ হলে সুরা মনির খিচুনি দিতে থাকে। তাকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়েছে।
ভেদরগঞ্জ এলাকার শাহাদাৎ জানান, বুধবার দুপুরে মাছের খামারের খাদ্যে নিয়ে যাওয়ার সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রাঘাত হলে নাদিম মুন্সী আহত হন। স্থানীয়রাসহ তার বাবা ও ভাই তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহিষার ইউনিয়নের চেয়ারম্যান হাজী অরুন হাওলাদার বলেন, আমার ইউনিয়নের মুসলিম উদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম গরু আনতে মাঠে যান। সেখানেই বজ্রাঘাতে তিনিসহ তার গরুটি মারা যায়। ওই পরিবারটিকে সরকারিভাবে আর্থিক সহযোগিতা করা হয়েছে।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহেল জানান, এক কৃষক মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মারা গেছে। আরেক শিশু আহত হয়েছে। মৃত ব্যক্তির পরিবারকে ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে। আহত শিশুর চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে। ওই কৃষকের জন্য সরকারি নিয়ম অনুযায়ী আরও এক লাখ টাকার ব্যবস্থা করা হবে।












সর্বশেষ সংবাদ
ইউক্রেনের হামলায় রাশিয়ার দুই জেনারেলসহ নিহত ৯
সাই পল্লবীর বিয়ের গুঞ্জন, যা বললেন অভিনেত্রী
ভারতের বক্সারদের হারালো বাংলাদেশ
প্রথম বাংলাদেশি হিসেবে অনন্য মাইলফলকে তামিম
এবার কুবি শিক্ষার্থীর আত্মহত্যা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা শিক্ষা বোর্ডে চাকরির সুযোগ, বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
কুমিল্লায় ইয়াবা,গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লাশের ওপরের অংশ হাড়, নিচের অংশ অক্ষত
বাংলাদেশ ছাড়াও যে ৫ দেশে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র
এবার কুবি শিক্ষার্থীর আত্মহত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft