যুব
ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী
২০২২-২৩ এর আওতায় কুমিল্লা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে চৌদ্দগ্রাম উপজেলার
চৌদ্দগ্রাম এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান
হতে ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে গতকাল সাঁতার প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ
অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিসার, কুমিল্লা জনাব মোঃ নাজিম উদ্দিন ভূঁইয়ার
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সমাপনী
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে জার্সি ও সনদ বিতরণ করেন চৌদ্দগ্রাম
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম
এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রকল্প অফিসার
রূপম সেন গুপ্ত। প্রধান অতিথি বক্তব্যে বলেন আমাদের দেশ নদীমাতৃক দেশ তাই
সাঁতার প্রশিক্ষণ নেয়া আমাদের অতি প্রয়োজন। সাঁতার জানা থাকলে পানির মধ্যে
অনেক দুর্ঘটনা থেকেও জীবন বাঁচানো সম্ভব হয়। তাই সাঁতার জীবনে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখে। সুতরাং শিক্ষার পাশাপাশি উন্নত জাতি গঠনে খেলাধুলায় মনোনিবেশ
করা অত্যন্ত জরুরী এবং পাশাপাশি সাঁতার প্রশিক্ষণ নেয়াও গুরুত্বপূর্ণ।
সভাপতি বক্তব্যে তৃণমূল পর্যায়ে সাঁতারের ভূমিকা ও গুরুত্ব উল্লেখ করে
সকালের প্রতি সাঁতার প্রশিক্ষণ ও শিখার আহবান জানান। তিনি বলেন মূলত তৃণমূল
পর্যায়ে সাঁতার জানার প্রসার, প্রতিভার বিকাশ ও অন্বেষণ কার্যক্রমকে
বেগবান করার জন্য আজকের এ আয়োজন এবং এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা
করেন। বালক-বালিকাদের সাঁতার প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন
বিদ্যালয়, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণমান্য
ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ জেলা ক্রীড়া অফিসের অফিস সহকারী (অবঃ) মোঃ ফজলুল
হক, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ ফরহাদ হোসেন উপস্থিত
ছিলেন।