কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি’র (এলডিপি) তিন নেতা আওয়ামী লীগের যোগদান করেছেন।
মঙ্গলবার
(১৪ মার্চ) দুপুরে চান্দিনার মাধাইয়া ইউনিয়নের নাওতলা মাদ্রাসা মাঠে
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.
প্রাণ গোপাল দত্ত এমপি’র হাতে ফুলের তোড়া উপহার দিয়ে আনুষ্ঠানিক ভাবে
যোগদান করেন তারা।
যোগদানকৃতরা হলেন- এলডিপি’র অঙ্গ-সংগঠন গণতান্ত্রিক
যুবদল কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি ও চান্দিনা উপজেলা এলডিপি নেতা অধ্যক্ষ
আবুল কাশেম, মাধাইয়া ইউনিয়ন এলডিপি সাংগঠনিক সম্পাদক মান্নান খলিফা,
মাধাইয়া ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক ডা. ইসমাইল হোসেন।
এসময়
অধ্যক্ষ আবুল কাশেম বলেন- অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি সৎ,
নিষ্ঠাবান ও আদর্শিক রাজনৈতিক নেতা। এমন নেতার নেতৃত্ব পেয়ে আমরা আজ এমপি’র
হাতে ফুলের তোড়া উপহার দিয়ে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছি। প্রধানমন্ত্রী
শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের নেতৃত্বে
আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো।