গুম ও অপহরণের সাজানো মামলায় প্রতিপক্ষকে হয়রানির প্রতিবাদে এক ইউপি মেম্বারের বিরুদ্ধে ঝাঁড়ু মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে রাজামেহের বাজারে এ কর্মসূচী পালন করে গ্রামের শতাধিক নারী-পুরুষ। মানববন্ধনে অভিযুক্ত ইউপি সদস্য আব্দুল মতিনকে অবিলম্বে অপসারণের দাবি জানানো হয়। আব্দুল মতিন উপজেলার রাজামেহার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বর্তমান সদস্য ও গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে। ঝাড়ু মিছিল রাজামেহার বাজার থেকে শুরু হয়ে গোবিন্দপুর, বুটিয়াকান্দি গ্রাম হয়ে পুনরায় রাজামেহার বাজারে এসে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ইউপি সদস্য আব্দুল মতিন একজন মামলাবাজ ও প্রতারক। সে এর আগে দেশের বিভিন্ন জেলায় গ্রামের মানুষদের নামে শতাধিক মামলা করে হয়রানি করেছে। তার মামলার আসামীরা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে হাজিরা দিতে দিতে নিঃস্ব হয়ে গেছে। তাকে এলাকায় মামলাবাজ মতিন অথবা সিটার মতিন বললে সবাই চিনে। গত ২৩ ফেব্রুয়ারি মতিন মিয়া নামে এক ব্যক্তিকে গুম ও অপহরণ করে গ্রামের সাত জনের নামে কুমিল্লা আদালতে মিথ্যা মামলা দায়ের করে। পরে দেবিদ্বার থানা কুমিল্লার ভারতীয় বর্ডার থেকে মতিন মিয়াকে জীবিত অবস্থায় উদ্ধার করে। উদ্ধার হওয়া মতিন মিয়া ইউপি সদস্য আব্দুল মতিনের পরামর্শে গুম ও অপহরণের নাটক সাজিয়ে নিজের স্ত্রীকে বাদী করে আদালতে মামলা করেছে বলে পুলিশ ও আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। এ থেকে স্পষ্ট যে, মেম্বার মতিন এর আগে মাদারীপুর, রংপুরসহ বিভিন্ন জেলায় গ্রামের মানুষদের নামে যে মামলা দিয়েছে তা মিথ্যা ও তাঁর চক্রান্ত।
তাঁর মতের বিরুদ্ধে কেউ গেলে এভাবেই দূরের কোন জেলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। তাঁর ছেলে আশিক গ্রামে জুয়া ও মাদক ব্যবসা সাথে জড়িত। সে গ্রামের লোকজনদের থানা পুলিশের ভয়ভীতি দেখিয়ে ছোটখাট অপরাধ মিটিয়ে দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নেয়। ইউনিয়ন অফিসে সেবা গ্রহীতারা আসলে কাগজপত্র ঠিক থাকলেও তা ভুল বলে সংশোধণের নাম করে টাকা হাতিয়ে নেয়। বাপ-ছেলের এমন অপকর্মে অতিষ্ঠ গ্রামের প্রতিটা মানুষ। মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য মো. দুধ মিয়া মোল্লা, মো. আইয়ুব আলী মোল্লা, নুরু ডিলার, মো. বাশার মোল্লা, মো. নজরুল ইসলাম, মো. আলম কাজী, মো. শামীম ডাক্তর, মো. জাকির হোসেন।
সাবেক ইউপি সদস্য মো. দুধ মিয়া মোল্লা বক্তব্যে বলেন, গুম-অপহরণের নাটক সাজানো’। মামলাবাজ ইউপি সদস্য আব্দুল মতিনের সক অপকর্ম গ্রামের মানুষের কাছে ফাঁস হয়ে গেছে। মতিন ও তাঁর ছেলে আশিক এলাকায় অপরাধের স্বর্গরাজ্যে পরিণত করেছে। তাঁদের কারণে গ্রামের প্রতিটি ঘরে ঘরে অশান্তি চলছে। অবিলম্বে এই মামলাবাজ সিটার মতিনকে গ্রেফতার ও বহিষ্কারের দাবি জানাচ্ছি।
গুম ও অপহরণ মামলার বিষয়ে দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. খাদেমুল বাহার বলেন, মতিন মিয়া নামে এক বৃদ্ধকে গুম ও অপহরণের নাটক সাজিয়ে মামলা দিয়ে একটি পক্ষকে ফাঁসানোর চেষ্টা করেছে ইউপি সদস্য আব্দুল মতিন ও হাশেম নামে এক ব্যক্তি। পুলিশ ভিক্টিম মতিন মিয়াকে জীবিত উদ্ধারের পর এর রহস্য উদঘাটন হয়। পরে মতিন মিয়াকে আদালতে নিলে তিনি সেখানে ইউপি সদস্য আব্দুল মতিন ও হাশেমের পরামর্শে গুম ও অপহরণের নাটক সাজিয়েছেন বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।