মঙ্গলবার
দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন এর চান্দসার হাজী মোকসুদ
আলী ভূইয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও
পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খান।
বিশেষ
অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক
হায়দার, দৈনিক প্রথম আলোর সাবেক জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ নাসির উদ্দীন,
জেলা পরিষদের সাবেক সদস্য হাজী মোঃ তারিক হায়দার, কুমিল্লা দক্ষিণ জেলা
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মহসিন কবির, ময়নামতি ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান মোঃ লাগল হায়দার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলাম এবং পরিচালনা
করেন একুশে বাংলার সম্পাদক শাখাওয়াত হোসেন হাফিজ। অনুষ্ঠানের শুরুতে
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনুল ইসলাম।
অতিথি
ছিলেন সাবেক ইউপি মেম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল
ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক ও ওয়ার্ড
আওয়ামী সভাপতি সম্পাদক ফয়েজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ইউপি
সদস্য মোঃ সোহেল রানা চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী
শিক্ষক যথাক্রমে জামাল উদ্দিন, আতিজুর রহমান, সিদ্দিকুর রহমান, রুবিনা
আক্তার আলেয়া বেগম, আবিদা সুলতানা, আল আমিন, তূষার আহাম্মদ, ফৌজিয়া
আক্তার, রিয়া আক্তার ও তাসলিমা আক্তার প্রমুখ।