শুক্রবার ৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২
নেত্রকোণার রেজভীয়া দরবারে উরশ বন্ধের প্রতিবাদে
চান্দিনায় বদরুল আমিন রেজভীর আগমন বন্ধের দাবিতে মানববন্ধন
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ১:০৬ এএম |


চান্দিনায় বদরুল আমিন রেজভীর আগমন বন্ধের দাবিতে মানববন্ধন

নেত্রকোণার রেজভীয়া দরবারে দুই পক্ষের দ্বন্দ্বে ৬৩তম উরস বন্ধের প্রতিবাদে কুমিল্লার চান্দিনায় মানববন্ধন করেছে রেজভীয়া দরবার শরীফ কমিটির চান্দিনা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
এসময় রেজভীয়া দরবারের বর্তমান গদ্দিনিশীন ক্বারী মো. সিরাজুল আমিন রেজভী’র মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচারের বিরুদ্ধে এবং কুমিল্লা জেলা থেকে অবাঞ্চিত বদরুল আমিন রেজভীর কুমিল্লায় আগমন বন্ধের দাবিতে মানববন্ধন করেন তারা। সোমবার (১৩ মার্চ) বিকেলে চান্দিনা থানা সংলগ্ন ডাকঘর এর সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা দাবি করেন- নেত্রকোণায় রেজভীয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও পীর প্রখ্যাত আলেম গাজী আকবর আলী রেজভী। ওই দরবারে গত ৬২ বছর ধরে বড়পীর আবদুল কাদের জিলানী (র.) এর স্মরণে উরশ মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছিলো। এবছর ২৩ ও ২৪ ফেব্রুয়ারি ওই দরবারের ৬৩তম উরশ মাহফিলের আয়োজন। কিন্তু রেজভীয়া দরবার শরীফের পীর মরহুম ছদরুল আমিন রেজভীর ছেলে বদরুল আমিন রেজভী নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত দিয়ে ওই উরশ বন্ধ করিয়ে দেন। এতে ভক্ত মুরিদানরা ক্ষিপ্ত হয়ে উঠেন। ১৩ ও ১৪ মার্চ চান্দিনার হারং গ্রামে একটি উরশ মাহফিলে বদরুল আমিন রেজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। ওই উরশ মাহফিলসহ চান্দিনাতে বদরুল আমিন রেজভীর প্রবেশ বন্ধের দাবী জানান তারা।
মানববন্ধনে বক্তৃতা করেন- রেজভীয়া দরবার শরীফ কুমিল্লা জেলা কমিটি সভাপতি মো. খলিলুর রহমান রেজভী, সাংগঠনিক সম্পাদক মো. জালাল উদ্দিন শিপন রেজভী, প্রচার সম্পাদক মো. আব্দুল মোমেন রেজভী, মহানগর কমিটির সভাপতি কাজী এমরান হোসেন রেজভী, চান্দিনা উপজেলা কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর মো. জয়নাল আবেদীন রেজভী, সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম মুন্সী রেজভী,  পৌর কমিটির নেতা মো. দেলোয়ার হোসেন দেলু মেম্বার রেজভী, বরুড়া কমিটির সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বাদল রেজভী, রেজভী বাবার প্রবাসী গোলাম ঐক্য পরিষদ সাংগঠনিক সম্পাদক মো. তাজুল ইসলাম রেজভী প্রমুখ।













সর্বশেষ সংবাদ
নতুন বইয়ের বর্ণিল নতুন বছর
নৌকায় ভোট নিতে ভাতার কার্ড আটকে রাখার অভিযোগ
শান্তির নোবেলজয়ী থেকে দণ্ডিত আসামি
শ্রমিক ঠকানোর দায়ে নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা অধ্যক্ষ পদে অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস এর দায়িত্ব গ্রহণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বরুড়ায় শ্রমিকদল নেতাকে ছুরিকাঘাত
অর্ধেক দামে ফ্রিজ বিক্রি করছেন ফ্রিজ প্রতীকের প্রার্থী
বাড়ির জন্য কেনা জমিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একই পরিবারের ৪ জনের কবর
৫৫ কেজি সোনা চুরি, ফের রিমান্ডে দুই রাজস্ব কর্মকর্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২