নেত্রকোণার
রেজভীয়া দরবারে দুই পক্ষের দ্বন্দ্বে ৬৩তম উরস বন্ধের প্রতিবাদে কুমিল্লার
চান্দিনায় মানববন্ধন করেছে রেজভীয়া দরবার শরীফ কমিটির চান্দিনা উপজেলা
শাখার নেতৃবৃন্দ।
এসময় রেজভীয়া দরবারের বর্তমান গদ্দিনিশীন ক্বারী মো.
সিরাজুল আমিন রেজভী’র মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে
অপপ্রচারের বিরুদ্ধে এবং কুমিল্লা জেলা থেকে অবাঞ্চিত বদরুল আমিন রেজভীর
কুমিল্লায় আগমন বন্ধের দাবিতে মানববন্ধন করেন তারা। সোমবার (১৩ মার্চ)
বিকেলে চান্দিনা থানা সংলগ্ন ডাকঘর এর সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে
বক্তারা দাবি করেন- নেত্রকোণায় রেজভীয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও পীর
প্রখ্যাত আলেম গাজী আকবর আলী রেজভী। ওই দরবারে গত ৬২ বছর ধরে বড়পীর আবদুল
কাদের জিলানী (র.) এর স্মরণে উরশ মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছিলো। এবছর ২৩ ও ২৪
ফেব্রুয়ারি ওই দরবারের ৬৩তম উরশ মাহফিলের আয়োজন। কিন্তু রেজভীয়া দরবার
শরীফের পীর মরহুম ছদরুল আমিন রেজভীর ছেলে বদরুল আমিন রেজভী নেত্রকোণা জেলা
প্রশাসকের কার্যালয়ে লিখিত দিয়ে ওই উরশ বন্ধ করিয়ে দেন। এতে ভক্ত মুরিদানরা
ক্ষিপ্ত হয়ে উঠেন। ১৩ ও ১৪ মার্চ চান্দিনার হারং গ্রামে একটি উরশ মাহফিলে
বদরুল আমিন রেজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। ওই উরশ
মাহফিলসহ চান্দিনাতে বদরুল আমিন রেজভীর প্রবেশ বন্ধের দাবী জানান তারা।
মানববন্ধনে
বক্তৃতা করেন- রেজভীয়া দরবার শরীফ কুমিল্লা জেলা কমিটি সভাপতি মো. খলিলুর
রহমান রেজভী, সাংগঠনিক সম্পাদক মো. জালাল উদ্দিন শিপন রেজভী, প্রচার
সম্পাদক মো. আব্দুল মোমেন রেজভী, মহানগর কমিটির সভাপতি কাজী এমরান হোসেন
রেজভী, চান্দিনা উপজেলা কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর মো. জয়নাল আবেদীন
রেজভী, সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম মুন্সী রেজভী, পৌর কমিটির নেতা মো.
দেলোয়ার হোসেন দেলু মেম্বার রেজভী, বরুড়া কমিটির সিনিয়র সহ-সভাপতি আবুল
হাসেম বাদল রেজভী, রেজভী বাবার প্রবাসী গোলাম ঐক্য পরিষদ সাংগঠনিক সম্পাদক
মো. তাজুল ইসলাম রেজভী প্রমুখ।