বুধবার ২২ মার্চ ২০২৩
৮ চৈত্র ১৪২৯
ব্রাহ্মণপাড়ায় আগুনে দোকান পুড়ে ছাই
৩২ লাখ টাকার ক্ষতির দাবি
প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ১:০৮ এএম |

  ব্রাহ্মণপাড়ায় আগুনে দোকান পুড়ে ছাই


ইসমাইল নয়ন।।
কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার সদরের দীর্ঘভূমিতে আগুনে পুড়ে একটি ফার্ণিচারের দোকান ছাই হয়ে গেছে। রবিবার দিবাগত রাত ৩টায় দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের পূর্ব পার্শ্বে এই ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, রাতের আধাঁরে পূৃর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটায়। দীর্ঘভূমি গ্রামের মৃত মুলফত খানের ছেলে বিরম খানের দোকানে এই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৩২ লক্ষ টাকা বলে দাবী করছেন ক্ষতিগ্রস্থ দোকান মালিক বিরম খান। তিনি উল্লেখ করেন, নকশার করার মেশিন ৪ লক্ষ টাকা, ফার্ণিচার ও দোকান ঘরসহ ২৮ লক্ষ টাকা ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। দোকানের মালিক জানান, শনিবার রাত সারে ১১টায় দোকানের কাজ সেরে বাড়িতে যাই আমি। রাত আনুমানিক ৩টায় স্থানীয় মসজিদের ইমাম ফজরের নামাজের জন্য মসজিদের দিকে হেঁটে যাবার সময় হঠাৎ আগুন দেখতে পায় দোকানে। মুহূর্তেই আগুন পুরো দোকানে ছড়িয়ে যায়। বিদ্যুতের সংযোগ থাকায় আগুন আরো ছড়িয়ে পড়ে। ইমামের চিৎকারে আশেপাশের ঘুমন্ত লোকজন দৌড়ে এসে আগুন নিভাতে চেষ্টা করে। পরে আমাকে এলাকাবাসী খবর দিলে আমি এসে দেখি দোকানের সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। পরে বুড়িচং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর পেয়ে এক ঘন্টা পর ৪টায় এসে তারা স্থানীয়দের সাহায্য আগুন নিভাতে কাজ করে। দীর্ঘ দুই ঘন্টা চেষ্টার পর ভোর ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তাৎক্ষণিক সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জহিরুল হক ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং সাহায্য সহযোগীতার ব্যাপারে আশ্বাস প্রদান করে।












সর্বশেষ সংবাদ
কুমিল্লার ১৭৯০ পরিবার ভূমিসহ ঘর পাচ্ছে আজ
দাউদকান্দিতে নারীর লাশ উদ্ধার
হত্যা হত্যাকাণ্ডের ১০ বছর পর পলাতক আসামি কারাগারে
পুরো শহরেই যানবাহনের জটলা
শওকত মাহমুদকে বিএনপির সব পদ থেকে বহিষ্কার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কমলো হজের খরচ
রমজানে ছুটি মাধ্যমিক স্কুল-কলেজ, প্রাথমিকে ক্লাস ১৫ দিন
সোনার দাম কমলো
শওকত মাহমুদকে বিএনপির সব পদ থেকে বহিষ্কার
দাউদকান্দিতে নারীর লাশ উদ্ধার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft