১৪৪
রানের বড় জয় পেয়েছে ইথনিকা স্কুল । গতকাল কুমিল্লা ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ
দত্ত ষ্টেডিয়ামে মুখোমুখি হয় কালেক্টরেট স্কুল ও ইথনিকা স্কুল দল ।
দিনের
শুরুতে টসে জয় পেয়ে প্রথমে ব্যাট করে ইথনিকা স্কুল দল ৪০ ওভারে ৯ উইকেটের
বিনিময়ে ২৬২ রান করে । দলের পক্ষে আকিব হোসেন ১২ বলে ২৩ রান, শাহনেওয়াজ ১৮
বলে ১১ রান, নিরব ৪৬ বলে ৪৫ রান, শাফিন ২২ বলে ১৫ রান, তানিম ৪৬ বলে ৬৪
রান, কনক (অপরাজিত) ৩৬ বলে ৫২ রান করে।
কালেক্টরেট স্কুল দলের তামিম ৮
ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট, অপু ৮ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট, ইউসুফ ৬
ওভারে ৬০ রান দিয়ে ২ উইকেট তুলে নেয়।
জবাবে, কালেক্টরেট স্কুল ২৫ ওভার ব্যাট করে সবকটি উইকেটের বিনিময়ে ১১৮ রান করে । ১৪৪ রানে জয় পায় ইথনিকা স্কুল ।
কালেক্টরেট
স্কুল দলের পক্ষে ব্যাট হাতে অপু ২৬ বলে ২১ রান, শাফিন ৪০ বলে ২৫ রান,
ইউসুফ ১৩ বলে ১৫ রান, মাহামুদুল ২৪ বলে ১৬ রান করে।
ইথনিকা স্কুল দলের
মাসুম ৭ ওভারে ৬ রান দিয়ে ৪ উইকেট, কনক ৭ ওভারে ২২ রান দিয়ে ২, নিরব ও
ফুয়াদ একটি করে ইউকেট পায়। ম্যাচ সেরা নির্বাচিত হয় ইথনিকা স্কুল দলের কনক।