সিরিজে
২-১ ব্যবধানে এগিয়ে ভারত। স্বাগতিকরা কি আর ঝুঁকি নিতে চাইবে? আহমেদাবাদ
টেস্টের উইকেট দেখে মনে হচ্ছে, এই টেস্টে ফল আসার সম্ভাবনা খুব কম। সেটি
হলে ভারতই শেষ পর্যন্ত সিরিজ জয়ের হাসি হাসবে।
প্রথম ইনিংসে ৪৮০ রানের
পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। জবাবে ৩ উইকেটে ২৮৯ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে
ভারত। স্বাগতিকরা এখন পিছিয়ে ১৯১ রানে।
ভারতের ব্যাটাররা সবাই এখন
পর্যন্ত রান পেয়েছেন। রোহিত শর্মা ৩৫ করে ফিরলেও সেঞ্চুরি তুলে নিয়েছেন
আরেক ওপেনার শুভমান গিল। ২৩৫ বলে ১২ চার আর ১ ছক্কায় ১২৮ রানের ইনিংস খেলে
আউট হন গিল। মাঝে চেতেশ্বর পূজারা সাজঘরে ফেরেন ৪২ করে।
তবে চতুর্থ
উইকেটে বিরাট কোহলি আর রবীন্দ্র জাদেজা দাঁড়িয়ে গেছেন। এখন পর্যন্ত ৪৪ রান
যোগ করেছেন তারা। কোহলি হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন। ব্যাট করছেন ৫৯ রান
নিয়ে। জাদেজা অপরাজিত ১৬ রানে।
অস্ট্রেলিয়ার তিন স্পিনার-নাথান লিয়ন, টড মার্ফি আর ম্যাথিউ কুহনেমান পেয়েছেন একটি করে উইকেট।