নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির দ্বি বার্ষিক সম্মেলন আজ।
কুমিল্লা টাউন হল মাঠে বিকাল তিনটায় সম্মেলন শুরু হবে। সম্মেলনে বাংলাদেশ
জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম
মোহাম্মদ কাদের এমপি উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া জাতীয় পার্টির মহাসচিব
মোঃ মুজিবুল হক চুন্নু এমপি উপস্থিত থাকবেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন
কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এয়ার আহমেদ সেলিম।
জেলা
জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম
সদস্যগণ উপস্থিত থাকবেন। এছাড়া কুমিল্লা দক্ষিণ জেলার আওতাধীন ১০ উপজেলা
এবং ৪ পৌরসভার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সম্মেলনের জন্য কুমিল্লা
টাউন হল মাঠে প্যাণ্ডেল ও মঞ্চ তৈরী করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ
নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই
সম্মেলনে ডেলিগেট ও নেতাকর্মীদের সমাবেশ ইতিবাচক ভূমিকা রাখবে।
কুমিল্লা
দক্ষিণ জেলা জাতীয় পার্টির জেষ্ঠ্য আহ্বায়ক হুমায়ুন কবির মুনশী জানান,
২০১৯ সালের ডিসেম্বর থেকে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক
কমিটি বহাল রয়েছে। এই সম্মেলন থেকে আমরা আশা করছি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
করা হবে।
সম্মেলনে জাতীয় পার্টিসহ দলটির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।