প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের কুমিল্লা ভেন্যুর দ্বিতীয় খেলায় ২ উইকেটের জয় পেয়েছে কুমিল্লা মডার্ণ হাই স্কুল।
দিনের শুরুতে মডার্ণ স্কুলের অধিনায়ক জসিম আলম টসে জয় পেয়ে কুমিল্লা জিলা স্কুল দলকে প্রথমে ব্যট করার আমন্ত্রণ জানায়।
ব্যাট
হাতে জিলা স্কুল দল ৩০ ওভারে সবকটি উইকেটের বিনিময়ে ১৬৯ রান করে। দলের
পক্ষে সৈকত ১২ রান, হোসাইন ৪০ রান, মেহেদি ১৩ রান, মাহাবুব ২৩ রান করে।
বল হাতে মডার্ণ স্কুল দলের রহিত ৭ ওভারে ৪০ রান দিয়ে ৫ ইউকেট ও পরশ ৭ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেয়।
১৬৯
রানের জবাবে মডার্ণ স্কুল দল ২৯ ওভারে ৮ উইকেটের বিনিময়ে জয়ে বন্দরে পৌছে
যায়। দলের পক্ষে ব্যাট হাতে আবদুল্লাহ ১৮ রান, নাবিদুল ৩৩ রান, আলামিন ৪৫
রান, শামীম ২৬ রান করে।
বল হাতে কুমিল্লা জিলা স্কুলের শান্ত ৮
ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট, মেহেদী ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২ ইউকেট, হোসাইন ও
সলামন সাজিদ ১টি করে উইকেট পায়। খেলায় আম্পায়ার ছিলেন স্বপন দে ও হৃদয়।
স্কোরার জাহিদ হোসেন।