স্টাফ
রিপোর্টার: এনামুল হক আরমানকে সভাপতি ও আব্দুল হামিদ চৌধুরী টিটুকে সাধারণ
সম্পাদক করে লিভারপুল বয়েজ ক্লাবের কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন পর
আবারও ক্লাবের সকল সদস্যের সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের ২০২৩-২০২৬ জন্য
নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটিটি নিম্নরূপ:
সভাপতি: এনামুল হক
আরমান, সভাপতিমন্ডলীর সদস্য: ফখরুল আলম উল্লাস, অনিরুদ্ধ আইচ বগলু। সৈয়দ
সাজ্জাদ হোসেন চিশতি, জিয়াউল চৌধুরী টিপু, মো: মোস্তাফিজুর রহমান লেলিন,
শাহাদাৎ উল্লাহ টুটুল, আব্দুল মুকিত টিপু, আতিক আকবর, আসাদুন্নবী আসাদ,
সাধারণ সম্পাদক : আব্দুল হামিদ চৌধুরী টিটু, যুগ্ম সম্পাদক : তৌফিকুল ইসলাম
তুষার, সাইফুল আলম বাবু। সাংগঠনিক সম্পাদক : শাকিল আহম্মদ রানা।
সহসাংগঠনিক সম্পাদক : ভাস্কর মজুমদার সান, ওবায়দুর রহমান মিন্টু। অর্থ
সম্পাদক :
বোরহান উল আরেফিন রিয়াজ, সহ অর্থসম্পাদক: আল মোর্শেদ কবির
জিসান। ক্রীড়া সম্পাদক :মো: জাফরুল আলম, সহক্রীড়া সম্পাদক: নাসিরুদ্দিন
সুজন।
দপ্তর সম্পাদক: জহির আহমেদ, সহ-দফতর সম্পাদক: হোসেন ইবনে নুরী
রুমি। সমাজকল্যাণ সম্পাদক :সফিউল্লাহ মাসুম, সহসমাজকল্যাণ সম্পাদক: আবদুল
হাসান চৌধুরী অপু। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক : ডা: আরিফুর রহমান খোকন। সহ
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক : ডা: সায়হাম হোসেন শাওন।
সংস্কৃতি সম্পাদক :
সফিউর রেজা রিপন, সহসংস্কৃতি সম্পাদক :মাহির শাহরিয়ার। মহিলা সম্পাদক :
ফাহমিদা আক্তার তানু। সহ মহিলা সম্পাদক : ফারজানা আহমেদ রুহিন।
প্রচার
সম্পাদক : জিয়াউল ফারুক জুলিয়াস। সহপ্রচার সম্পাদক: কামরুল আলম নাভিন।
পরিবেশ সম্পাদক : সাব্বির ইবনে নুরী সাম্মি, সহপরিবেশ সম্পাদক : আল
সাব্বির আহমেদ। আন্তর্জাতিক সম্পাদক : দিলজাহান আলী খোকন। সহ আন্তর্জাতিক
সম্পাদক : এলভিন।
কার্যকরি সদস্য: এ কে এম রায়হান কায়সার, হাসান ইবনে
নুরী টিপু,আশিক রনি, জাহিদ টিটু, মুহিবুল্লাহ মজুমদার পাভেল, মোহাম্মদ
উল্লা রাসেল, আশিকুর রহমান মাসুদ, রেজা ই সহিদুল ইসলাম শাওন, রহমত ই
ইসলাম সাইমন, সুমন কুমার নন্দী, শাহরিয়ার ইমরান শাওন, নুরুল হুদা সুমন,
আশিকুর রহমান সুমন, ইকবাল হাসান পাভেল, আনোয়ারুল করিম আসিফ, তানভীর হাসান
সুমন, মোহাম্মদ হানিফ রনি।
হাসান আহম্মেদ টিটু, নিপুন আহম্মেদ, মজুমদার ফয়সাল রনি, ফাহিম আহমেদ, তানভীর ফাহাদ রসি।
উল্লেখ্য:
১৯৮৬ সালে প্রতিষ্ঠালগ্ন যে ক্রীড়া শিক্ষামূলক ক্লাবটির। সেই ক্লাব আজ ৩৭
বছর অতিক্রান্ত করছে। কেবল ফুটবল আর ক্রিকেট ক্লাব হিসেবে নিজেকে আটকে না
রেখে ইনডোর, আউটডোর সব ধরনের খেলাধুলায় এই ক্লাবটির ঐতিহ্য সর্বজন বিদীত।
পাশাপাশি সামাজিক কর্মকান্ড, মানবিক কাজ সব মিলিয়ে এই ক্লাব এখনো মাথা উঁচু
করে পরিচালিত হচ্ছে।