
‘স্মার্ট
বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়' এ প্রতিপাদ্যকে সামনে রেখে
শুক্রবার (১০ মার্চ) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ
প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের
ব্যবস্থপনায় উপজেলা প্রশাসনের আয়োজনে মনোহরগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে
সকালে একটি শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শেষে
মনোহরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র উদ্যোগে মনোহরগঞ্জ
স্কুল এন্ড কলেজ মাঠে ভূমিকম্প ও অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া
পরিচালনা করেন, লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিনিয়র স্টেশন
কর্মকর্তা শাহাদাত হোসেন।
মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল
ইসলাম কমেলের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ
ওয়াসিমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ
জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা
ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম,
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম, এলজিআরডি মন্ত্রীর উন্নয়ন
সমন্বয়ক মোঃ কামাল হোসেন, মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল
মতিন, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান, কৃষি কর্মকর্তা শাহানুর ইসলাম,
উপ-সহকারি প্রকৌশলী সুলতান মাহমুদ, মনোহরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহবায়ক ও
সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিক প্রমুখ।