মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২
মালীগাঁওয়ে ৫’শতাধিক রোগীকে ফ্রি ডেন্টাল চিকিৎসা সেবা
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩, ১২:১১ এএম |




কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালীগাঁওয়ে ফ্রি ডেন্টাল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মালীগাঁও ৫০ শয্যা হাসপাতাল প্রাঙ্গণে এ ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার উদ্যোগে এ চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। মালীগাঁওয়ে অনুষ্ঠিত ফ্রি ডেন্টাল ক্যাম্পের মাধ্যমে ৫ শতাধিক রোগীর মধ্যে বিনামূল্যে  চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডা. গোলাম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে ঢাকা থেকে ১৮ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম আন্তরিকতার সাথে ক্যাম্পে রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় সেবা পাওয়া রোগীরা বলেন,  জেনারেল  ইকবাল করিম ভূঁইয়া  স্যার ঢাকা থেকে বড় বড় ডাক্তার দিয়ে আমাদেরকে  চিকিৎসা এবং ঔষধ বিনামূল্যে দিয়েছেন । মহান  আল্লাহ তালা তাকে দীর্ঘ হায়াত দান করুক।  এদিকে মালীগাওঁ ইউনিয়ন সহ আশে পাশের কয়েকটি ইউনিয়ন থেকে ৫'শতাধিক রোগী চিকিৎসাসেবা ও বিনা মূল্যে ঔষধ পেয়ে খুবই খুশি।




শাহরাস্তিতে জামায়াতের আমিরসহ ১৪ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকঃ গোপন বৈঠক থেকে নাশকতার অভিযোগে চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা জামায়াতের আমিরসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ মার্চ) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়,বৃহস্পতিবার রাত ১০ টায় উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের সূচীপাড়া নুরানী তালিমুল কোরআন হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার একটি কক্ষে গোপন বৈঠক চলাকালে পুলিশ সেখানে অভিযান চালায়। সেখান থেকে বই, লিফলেট ও অর্থ সংগ্রহের রশিদসহ ১৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, শাহরাস্তি উপজেলা জামায়াত আমির মোঃ মোস্তফা কামাল (৪৪), ওই মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মোঃ মিজানুর রহমান (৪৩) সূচীপাড়া উত্তর ইউনিয়নের লাকামতা গ্রামের মৌলভী বাড়ীর মৃত আনোয়ার হোসেনের পুত্র জালাল হোসেন (৩০), সূচীপাড়া গ্রামের সফিকুল ইসলামের পুত্র সামছুল আরেফিন (৩৩) দৈয়ারা গ্রামের মৃত আব্দুল হাই’র পুত্র মাওলানা ইমাম হোসেন (৩৩), শোরসাক গ্রামের ইউসুফ আলীর পুত্র পারভেজ হোসাইন (৩০), একই গ্রামের মৃত তরিক উল্লার পুত্র মোশারফ হোসেন (৫০), দৈকামতা গ্রামের মৃত হাবিব উল্লাহ খাঁনের পুত্র কাউছার খাঁন (৫৩), সূচীপাড়া ভুঁইয়া বাড়ির মৃত জুনাব আলীর পুত্র মোঃ সোহরাব হোসেন (৪৬), বসুপাড়া গ্রামের মফিজুর রহমানের পুত্র মাওলানা মনির হোসেন (২৭), সূচীপাড়া দিঘীর পাড়ের সামছুদ্দিনের পুত্র জাহাঙ্গীর আলম (৪৮), চাঁদপুর গ্রামের মোঃ নিজাম উদ্দিনের পুত্র মোঃ জসিম উদ্দিন (৪৩), লাকামতা গ্রামের আঃ মতিনের পুত্র হাফেজ আক্তার হোসেন (৩০) ও সূচীপাড়া পোদ্দার বাড়ির মৃতঃ হাবিব উল্যাহর পুত্র আক্তার হোসেন (৮৬)।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, ওই মাদরাসার পাঠদান কক্ষে অভিযান চালিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলার আমিরসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা নাশকতামূলক কর্মকান্ড করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নাশকতামূলক কর্মকান্ড করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার গোপন বৈঠকে মিলিত হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত ২০/২৫ জন নেতাকর্মী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে সেখান থেকে বই, লিফলেট ও অর্থ সংগ্রহের রশিদ জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।














সর্বশেষ সংবাদ
নতুন বইয়ের বর্ণিল নতুন বছর
নৌকায় ভোট নিতে ভাতার কার্ড আটকে রাখার অভিযোগ
শান্তির নোবেলজয়ী থেকে দণ্ডিত আসামি
শ্রমিক ঠকানোর দায়ে নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা অধ্যক্ষ পদে অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস এর দায়িত্ব গ্রহণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বরুড়ায় শ্রমিকদল নেতাকে ছুরিকাঘাত
অর্ধেক দামে ফ্রিজ বিক্রি করছেন ফ্রিজ প্রতীকের প্রার্থী
বাড়ির জন্য কেনা জমিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একই পরিবারের ৪ জনের কবর
৫৫ কেজি সোনা চুরি, ফের রিমান্ডে দুই রাজস্ব কর্মকর্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২