“স্মাট
বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়”এই শ্লোগান কে সামনে রেখে
কুমিল্লার দেবিদ্বারে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের
আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও
আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিস
সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
দেবিদ্বার উপজেলা প্রকল্প বাস্তবায়ন
কর্মকর্তা গোলাম মাওলা'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির
বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি
হাজী আবুল কাশেম ওমানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা
পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম।
অন্যান্যদের মধ্যে
বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সুব্রত গো স্বামী, উপজেলা
পরিষদ স্কুলের সহকারী শিক্ষক মোঃ রাসেল, দেবিদ্বার প্রেস ক্লাবের সহ
সভাপতি মোঃ ফখরুল ইসলাম সাগরসহ অরো অনেকে।
এসময় আলোচকরা বলেন,
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন যথেষ্ট সক্ষম।
ঘূর্ণিঝড়-জলোচ্ছাস, বন্যা, খরা, ভূমিকম্প, বজ্রপাতসহ নানা ধরনের প্রাকৃতিক
দুর্যোগ ঠেকানো না গেলেও মোকাবেলা করে হতাহত ও ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে
রাখা সম্ভব। কেবল সচেতনতার অভাব ও অবহেলার কারণে মানবসৃষ্ট দুর্যোগ ঠেকানো
সম্ভব হচ্ছে না। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বক্তারা আরো
বলেন, সরকারের দুর্যোগ নিয়ে পূর্বপ্রস্তুতি ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের
কারণে দুর্যোগে প্রাণহানি এক ডিজিটে নামিয়ে আনা সম্ভব হয়েছে। ২০০৯ সাল
থেকে দুর্যোগ মোকাবিলায় চিরাচরিত 'দুর্যোগ পরবর্তী সাড়াদান ব্যবস্থাপনা'
থেকে 'আগাম ব্যবস্থাপনা' কর্মসূচি গ্রহণের মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি
কমেছে। ‘ভৌগলিকভাবে দুর্যোগপ্রবণ দেশ এবং বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও
একটি শক্তিশালী ও কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার লক্ষ্যে
সময়োপযোগী আইন, বিধি পরিকল্পনা, দুর্যোগবিষয়ক স্থায়ী আদেশাবলি এবং জলবায়ু
পরিবর্তন ও দুযোর্গজনিত ক্ষয়ক্ষতি হ্রাসের ওপর গুরুত্বারোপ করে 'বাংলাদেশ
ব-দ্বীপ পরিকল্পনা ২১০০' প্রণয়ন করা হয়েছে।’