কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের অশ্বদিয়া বাজারে শুক্রবার (১০ মার্চ) বিকাল ৪টায় সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেডের ২১তম এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখা কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে।
এসবিএসি ব্যাংক পিএলসি'র উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসবিএসি ব্যাংকের পরিচালক ও এস কিউ গ্রুপের চেয়ারম্যান এ জেড এম শফিউদ্দিন শামীম, এলজিইডির সাবেক প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার এম কাদের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, বরুড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার শিখা,বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুরুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আড্ডা ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন বাদল, শাকপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক মুন্সি, আড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, শাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক স্থানীয় ব্যবসায়ীবৃন্দসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ জেড এম শফিউদ্দিন শামীম বলেন, “আমরা ব্যাংকিং সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আপনাদের কাছে এসেছি, মানুষের আস্থার সঠিক মূল্যায়ন করে আমরা সেবা দিতে সব সময় প্রস্তুত।"