নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) এর পৃথক অভিযানে একটি
পিস্তল, দুই রাউন্ডগুলি এবং ২১ কেজি গাঁজাসহ তিন জন গ্রেপ্তার হয়েছে। তাদের
বিরুদ্ধে স্ব স্ব থানায় আইনানুগ প্রক্রিয়া গ্রহন করা হয়েছে। জেলা গোয়েন্দা
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ ফেব্রুয়ারি কুমিল্লা জেলা
গোয়েন্দা পুলিশের একটি টীম নগরীর মোগলটুলী এলাকায় মোঃ সামছুদ্দিনের বাড়িতে
অভিযান পরিচালনা করে। বাড়ির শোবার কক্ষে থাকা খাটের উপরের বালিশের নিচ থেকে
একটি বিশেষায়িত দোনালা পিস্তলসহ দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এসময়
মোঃ সামছুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সামছুদ্দিন মোগলটুলি এলাকার
মোছলেম উদ্দিনের পুত্র। তার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় একটি অস্ত্র মামলা
রুজু করা হয়েছে।
এছাড়াও গত ৮ ফেব্রুয়ারি কুমিল্লা জেলার বুড়িচং এবং
সদর দক্ষিণ থানা এলাকায় ডিবির দুইটি টিম পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মোট
একুশ কেজি গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ বিষয়ে বুড়িচং
এবং সদর দক্ষিণ থানায় পৃথক পৃথক দুইটি মাদক মামলা রুজু করা হয়।