ইসমাইল নয়ন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া মধ্যপাড়া
গ্রামে বিষপান করে লিটন মিয়া (৪২) নামে এক শ্রমিক আত্নহত্যা করেছে। রবিবার
ভোর সকালে এই ঘটনা ঘটে। থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার
ভোর সকালে নিহত লিটন মিয়ার মুখ দিয়ে প্রচন্ড বমি ও অস্বস্তিতে ভুগছিল। পাশে
থাকা তার স্ত্রী এরকম অবস্থা দেখে সকালেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে এলে তার অবস্থা আরো খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল
কলেজ হাসপাতালে পাঠালে পথে মধ্যই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা যায়
বিষপানে লিটন মিয়া আত্নহত্যা করেছে। খবর পেয়ে থানা পুলিশের এসআই সাইফুল
ইসলাম সঙ্গীয় ফোর্স নিহতের বাড়িতে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে
থানায় নিয়ে আসে। এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান
রুবেল সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল
কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর
মামলা দায়ের করেছে।