নিজস্ব
প্রতিবেদক।। কুমিল্লা চকবাজারে অবস্থিত সনামধন্য ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান
মাদরাসায়ে সাওতুল কোরআন এর কৃতি শিক্ষার্থী হাফেজ মোঃ সাব্বির আহম্মদ
মাত্র ১৪৪ দিনে হিফজ্ সম্পন্ন করায় মাদরাসা কতৃপক্ষের উদ্যোগে ২৮ জানুয়ারী
বিকাল ৩ টায় মাদরাসা প্রাঙ্গনে কৃতি শিক্ষার্থী ও তাদের পরিবারকে সংবর্ধনা
দেয়া হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ
জাতীয় হাফেজ কল্যান সমিতির সভাপতি ও কান্দিরপাড় জামে মসজিদের ইমাম, হাফেজ
মাওলানা আমিনুল্লাহ, (হাফিজাহুল্লাহ্)।
এসময় ১৪৪ দিনে হিফজ্ সম্পন্ন
করার কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী হাফেজ মোঃ সাব্বির আহম্মদ ও তার বাবা
হুমায়ুন কবিরকে ফুলেল সংবর্ধনা জানানো হয়,উক্ত অনুষ্ঠানে আরেক হিফজ্
সম্পন্নকারী কৃতি শিক্ষার্থী হাফেজ মোঃ ইরফান হোসাইন এবং তার বাবা দেলোয়ার
হোসেন ও নানা ইকবাল হোসেনকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। উক্ত অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় হাফেজ কল্যান সমিতির মহাসচিব ও মাদরাসায়ে
সাওতুল কোরআন এর প্রতিষ্ঠাতা মোহতামিম, হাফেজ হুমায়ুন কবির পাহাড়পুরী
(হাফিজাহুল্লাহ্)। হাফেজ ওমর ফারুক এর সন্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত
ছিলেন, আলহাজ্ব আব্দুল কাদের গনি সাহেব।হাফেজ মাওলানা কাউছার আহম্মদ।হাফেজ
জোবায়ের আহম্মাদ।ইব্রাহীম খলিল। মেহেদী হাসান। ফুলেল সংবর্ধনা শেষে কৃতি
ছাত্র ও নতুন হাফেজদের ভবিষ্যৎ সর্বাঙ্গিন সফলতা কামনায় দোয়া করা হয়।