
হাফেজ
তফাজ্জল হোসেন হাফিজিয়া মাদ্ররাসার উদ্যোগে কোরআন প্রতিযোগিতা ও পুরষ্কার
বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাগমারা চেঙ্গাঁহাটা হাফেজ তফাজ্জল হোসেন
হাফিজিয়া মাদ্ররাসার প্রতিষ্ঠাতা হাজী ফজলুল হক সর্দারের সার্বিক
তত্তাবধানে এবং লন্ডন প্রবাসী দেলোয়ার হোসেন, ইতালি প্রবাসী তোফায়েল হোসেন,
ইতালি প্রবাসী আনোয়ার হোসেনসহ এলাকার প্রবাসী যুব সমাজের সহোযগিতায়
মাদ্ররাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার পুরস্কার
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা
যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান শাহীন। বাঘমারা উওর ইউনিয়ন আওয়ামী লীগের
সভাপতি হাজী মোঃ সামছুল হক মুন্সির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন সদর দঃ লালমাই উপজেলার যুবলীগের আহ্বায়ক আব্দুল মোতালেব, লালমাই
উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ, কামরুল হাসান ভুট্টু,
লালমাই উপজেলার ছাত্রলীগের সভাপতি শাহ পরাণ সওদার, বিসমিল্লাহ গ্রপের
চেয়াম্যান আব্দুল্লাহ আল মামুন, লালমাই উপজেলার আওয়ামীলীগ এর সদস্য এমদাদুল
হক মজুমদার বাগমার উওর ইউনিয়ন এর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক জনাব নুরুল
ইসলাম নুরু, লালমাই উপজেলার ছাএলীগ এর সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি,
বাগমারা উওর ইউনিয়ন এর ছাএলীগ এর সভাপতি জনাব নাছির উদ্দিন মির্জা সহ
অনন্যা ব্যক্তি বর্গ।
দারুন নাজাত আইডিয়াল স্কুল এন্ড মাদ্ররাসার প্রধান
শিক্ষক হাফেজ ক্বারী মোঃ আশিকুর রহমান, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন এর
হাপেজ মাওয়লানা মুফতি মোঃ ফকলুল করিম, দারুল হাবিব মাদ্ররাসার সহকারি
শিক্ষক ক্বারী হাফেজ মাওলানা মোঃ কামাল উদ্দিন গাজী এর বিচারকে মাধ্যমে
কুরআন প্রতিযোগীতা চারটি মাদ্ররাসার ৩০ জন হাফেজ অংশ গ্রহণ এর করে এবং
তিনটি গ্রপ এ বিভক্ত হয়ে ৯ জন প্রতিযোগী হাফেজ কুরআন প্রতিযোগীতায় বিজয়
স্থান অর্জন করেন।