রাজশাহীতে আওয়ামী লীগের জনসভা: উদ্বোধন হচ্ছে ২৫ প্রকল্প
|
![]() দীর্ঘ পাঁচ বছর পর রাজশাহীতে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রোববার দুপুরে ঐতিহাসিক মাদরাসার মাঠে মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি। একইসঙ্গে উদ্বোধন করবেন ১ হাজার ৩১৭ কোটি টাকা ব্যয়ে ২৫টি উন্নয়ন প্রকল্প। প্রকল্পগুলো রাজশাহীতে যোগাযোগ, স্বাস্থ্য ও চিকিৎসাসেবা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পগুলোর মধ্যে নগরীর সিএন্ডবি ক্রসিংয়ে প্রায় ৫ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল, নগরীর ছোট বনগ্রাম এলাকায় ২ দশমিক ১৪ একর জমির ওপর প্রায় ৪ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত শেখ রাসেল শিশু পার্ক, সড়ক ও জনপথ বিভাগ নির্মিত প্রায় ১১৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে পুঠিয়া থেকে বাগমারা পর্যন্ত মহাসড়ক। এ ছাড়া ১০ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ের ষষ্ঠ তলা থেকে দশম তলা পর্যন্ত সম্প্রসারণ, ২০ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দফতর ভবন, লক্ষ্মীপুর এলাকায় প্রায় ১৪ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, মোহনপুর উপজেলায় ২২ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ২২ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে নির্মিত রাজশাহী শিশু হাসপাতাল, ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাজশাহী মেডিকেল কলেজের প্রশাসনিক ভবন, ১২ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে সমাজসেবা ভবন, রাজশাহী সরকারি মহিলা কলেজে প্রায় ৫ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ছয় তলার ওপর দুই তলাবিশিষ্ট মহিলা হোস্টেল ভবন, চারঘাট উপজেলায় ১৭ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাঁচতলা একাডেমিক ভবন, ৪ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত রাজশাহী সিভিল সার্জনের অফিস, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চারঘাট ও বাঘা উপজেলায় পদ্মার ভাঙন থেকে বাম তীর রক্ষায় ৬৯৪ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে দুটি প্রকল্প, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) গ্রামীণ সংযোগ উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৩ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে দুটি সড়ক, রাজশাহী পিটিআইতে প্রায় ৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে একটি অডিটোরিয়াম, রাজশাহী মহানগরীতে প্রায় ২ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে আরো ৬টি প্রকল্পের ভিত্তি প্রস্তরস্থাপন করবেন প্রধানমন্ত্রী। প্রকল্পগুলো হলো- তথ্য কমপ্লেক্স ভবন, আঞ্চলিক জন প্রশাসন অফিস ভবন, শহীদ জননী জাহানারা ইমাম বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ এএইচএম কামারুজ্জামান বালক উচ্চ বিদ্যালয় এবং বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্র ও রাজশাহী ওয়াসা ভবনের নির্মাণকাজ।
|