ইসমাইল নয়ন।।
৫১তম
শীতকালীন আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট টুর্নামেন্টে কুমিল্লা
জেলার ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল সদর দক্ষিণ উপজেলার ইবনে তাইমিয়া
স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার সকালে কুমিল্লা জিলা স্কুল মাঠে
এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতায় বালক
পর্য্যায়ে উপজেলা থেকে শুরু করে জেলা পর্যায়ে বিজয়ী হওয়ায় কুমিল্লা-৫ আসনের
সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর
মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান
আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, স্কুল
ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল হাছান শরীফ স্কুলের সকল শিক্ষক ও
শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। স্কুলের প্রধান শিক্ষক মোঃ
হুমায়ুন কবির এই প্রতিবেদককে জানান, ২০১৫ সালে এক ঝাঁক তরুণ মেধাবী
শিক্ষকদের নিয়ে স্কুলটি শুরু হয়। তখন থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
বিদ্যালয়টি শুরু থেকে এখন পর্যন্ত ভালো ফলাফলের পাশাপাশি খেলাধুলায়ও ভালো
করে আসছে। শতভাগ পাশের পাশাপাশি বিদ্যালয়টি সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে।
আগামীতে আরো ভালো করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।