শাহীন আলম, দেবিদ্বার ||
কুমিল্লার
দেবিদ্বারে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে
শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী
অফিসার সম্মেলন কক্ষে এ শিক্ষা সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার
ডেজী চক্রবর্তী।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. খন্দকার
নরুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে ইউএনও ডেজী চক্রবর্তী বলেন, সবার আগে সময়ের
দুর্নীতি রুখতে হবে আগে, ১০ টা ১০টাই যেন হয় সাড়ে ১০ টায় হওয়াই উচিত। আমার
মনে হয় আস্তে আস্তে এই প্রাকটিসটা আমাদের করা উচিত। পরীক্ষার হলে ১০ টায়
পরীক্ষা শুরু হয় এতে আমরা যেভাবে প্রস্তুতি ও গুরুত্ব দিয়ে সাড়ে ৯টায়
কিন্তু হলে পৌঁছে যাই, এটা যেমন গুরুত্ব দিয়ে দেখি এমন সব বিষয়ে গুরুত্ব
দিতে, শ্রেণি কক্ষে যথা সময়ে যাওয়া, নিজের কাজ নিজে করা, সততার সাথে নিজেকে
গড়ে তোলা, এটা আমাদের অভ্যাস করতে হবে। এই ছোট ছোট প্রাকটিসগুলো আমাদের
দৈনন্দিন জীবন সুন্দর করে তুলবে। তিনি আরও বলেন, আমাদের পরিবারকে অনিয়মকে
নিয়মে পরিণত করার যে মানসিকতা পরিহার করা শেখাতে হবে। এভাবেই সবাই যদি
নিজেদের পরিবারের দায়িত্ব নেয় তাহলে এ দেশে দুর্নীতি থাকবে না। আমরা নতুন
প্রজন্মকে শেখাতে পারছিনা কোনটা দুর্নীতি আর কোনটা দুর্নীতি নয়, আজকে যারা
এখানে শিক্ষার্থী উপস্থিত আছেন, তাঁরা যদি ছোট বেলা থেকে দুর্নীতিতে না বলে
বড় হলেও কিন্তু যারা তাদের কর্মজীবনে দুর্নীতি পরায়ন হবেনা, এটা তাদের আগে
শেখাতে হবে। এক্ষেত্রে শিক্ষকরা শ্রেণীকক্ষে ব্যাপক ভূমিকা রাখতে পারেন।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি হারুনুর রশিদের সঞ্চালনায় এসময় আরও
বক্তব্য রাখেন কমিটির সহ সভাপতি বেগম আয়শা সিদ্দিকা, কমিটির সদস্য অধ্যক্ষ
মো. আলা উদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুস সুবুর, প্রধান শিক্ষক
মো. আলী আকবর, সহকারী শিক্ষক গুলনাহার বেগম, মো. মোশারফ হোসেন প্রমুখ।