প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ২:৫২ পিএম |
কুমিল্লার লালমাই উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)
সোমবার (২৩ জানুয়ারী ) নির্বাচন কমিশনের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তফসিল ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দা সাদিকা সুলতানা উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, এ উপজেলায় চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের লক্ষ্যে তফসিলে আগামী ১৬ মার্চ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নির্বাচন হওয়ার কথা রয়েছে। সকাল ৮.৩০ থেকে বিকাল ৪.৩০ টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারী, বাছাই ২০ ফেব্রুয়ারী , মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৭ ফেব্রুয়ারী । এরআগে ২০১৮ সালের ১৫ মে উপজেলা গঠনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।