বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
কুমিল্লা বোর্ডে পাশের হারে এগিয়ে ছেলেরা, জিপিএ ৫-এ মেয়েরা
প্রকাশ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ১২:৩২ এএম |

কুমিল্লা বোর্ডে পাশের হারে এগিয়ে ছেলেরা, জিপিএ ৫-এ মেয়েরাবশিরুল ইসলাম:
কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েরা জিপিএ-৫ বেশি পেয়েছে। এবছর জিপিএ-৫ পেয়েছে ১২হাজার ১শ ২১জন মেয়ে শিক্ষার্থী আর জিপিএ-৫ পাওয়া ছেলে শিক্ষার্থীর সংখ্যা ৭হাজার ৮শ ৭৭ জন। এবছর মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৯হাজার ৯শ ৯৮জন। এদিকে পাশের হারে ছেলেরা এগিয়ে রয়েছে। এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে শতকরা  ৯১দশমিক ৫৬জন ছেলে শিক্ষার্থী পাশ করেছে।  মেয়ে শিক্ষার্থী পাশ করেছে ৯১দশমিক ০৬শতাংশ।
শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, ২০২২ সালে ১হাজার ৭শ ৬৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে  এসএসসি পরীক্ষায় মোট ১লাখ ৮৬হাজার ৭শ ৭৫জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে ১লাখ ৭০হাজার ৪শ ৮৪জন উত্তীর্ণ হয়। এবছর পাশের হার ৯১ দশমিক ২৮ শতাংশ।  এবছর ৮০হাজার ৮শ ১০জন ছেলে শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে  পাশ করেছে ৭৩হাজার ৯শ ৯৩জন। মেয়ে শিক্ষার্থী ১লাখ ৫হাজার ৯শ ৬৫ জন অংশগ্রহন করে পাশ করেছে ৯৬হাজার ৪শ ৯১জন। বিজ্ঞান বিভাগে পাশের হার সবচেয়ে বেশি ৯৮ দশমিক ৬১ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে ব্যবসায় শিক্ষা ৯২দশমিক ৪৪ শতাংশ। মানবিক বিভাগে পাশের হার ৮৪ দশমিক ২৪ শতাংশ। বিজ্ঞান বিভাগে শতকরা ৯৮দশমিক ৬২শতাংশ ছেলে এবং ৯৮দশমিক ৫৯ শতাংশ মেয়ে,  ব্যবসায় শিক্ষা শাখায় ৯৪ দশমিক ৩৫ শতাংশ মেয়ে এবং ৯১ দশমিক ০৫ শতাংশ ছেলে,  মানবিক বিভাগে ৮৫ দশমিক ০৪ শতাংশ মেয়ে এবং ৮১ দশমিক ৯০ শতাংশ ছেলে পাশ করেছে। জিপিএ ২ এর নিচে পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১হাজার ৩শ ২জন। তাদের মধ্যে ৬শ ৪৪জন ছেলে এবং ৬শ ৫৮জন মেয়ে।  
এ বিষয়ে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের জানান, ২০২২ সালের এসএসসি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্র সচিব, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, প্রধান পরীক্ষক, পরীক্ষক, নিরীক্ষক ও বোর্ডের কর্মকর্তা-কর্মচারীসহ পরীক্ষা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত সকলের প্রতি কৃতজ্ঞ।  বর্তমান সরকারের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তারই ধারাবাহিকতায় ২০২২ সালের এসএসসি পরীক্ষার ফলও সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে আজ ২৮ নভেম্বর প্রকাশ করা হলো।














সর্বশেষ সংবাদ
কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন,আটক ৩
স্বাগত ২০২৩: অকল্যান্ডে আতশবাজির মধ্য দিয়ে বর্ষবরণ
কুমিল্লায় অভাবের তাড়নায় মা-মেয়ের আত্মহত্যা
সাবেক পোপ বেনেডিক্ট মারা গেছেন
কুমিল্লায় নির্মানাধীন ভবনের প্রহরীর মরদেহ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় অভাবের তাড়নায় মা-মেয়ের আত্মহত্যা
কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন,আটক ৩
মাহির মনোনয়ন নিয়ে যা বললেন ডা. মুরাদ
স্কুলে ৪ শ্রেণিতে এবার নতুন শিক্ষাক্রম
আওয়ামী লীগ ১২ স্বতন্ত্র ৫
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft