চাঁদপুরের শাহরাস্তিতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মোবাইল কোর্টে ৫টি মামলা ও জরিমানা করা হয়েছে। ৪ আগস্ট বুধবার শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারের সার্বিক নির্দেশনায় শাহরাস্তি উপজেলার হোসেনপুর বাজার, কালিয়াপাড়া বাজার, দোয়াভাঙ্গা ও কালীবাড়ি বাজারসহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যঝুঁকি সৃষ্টিকারী ও সরকারি বিধি-নিষেধ অমান্যকারীদের আইনের আওতায় এনে মোবাইল কোর্টের মাধ্যমে ৫টি মামলায় (১১ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।