ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভ্রাম্যমাণ আদালতের অভিযান বুড়িচংয়ে সড়ক পরিবহন আইনে জরিমানা ও মামলা দায়ের
Published : Wednesday, 26 October, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ।।
কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হালিমা খাতুন ও সহকারি কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম, এসআই আ: জব্বারসহ গতকাল ২৫ অক্টোবর সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বুড়িচং ভরাসার বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় কাগজপত্র ত্রুটি থাকায় ৫ জনকে অভিযুক্ত করে ৫টি বিভিন্ন মামলা দায়ের করা হয়। মোটর সাইকেল আরোহী ও অন্যান্য যান মালিকদের সঠিক কাগজপত্র না থাকায় তাদের কাছ থেকে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষে এ অভিযান অব্যাহত থাকবে।