চান্দিনায় কুকুরের টিকাদান কার্যক্রমের অবহিতকরণ সভা
Published : Wednesday, 26 October, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর ।।
দেশ থেকে জলাতংক নির্মূলের লক্ষে কুমিল্লার চান্দিনায় ব্যাপকহারে কুকুরের টিকাদান কার্যক্রম ২০২২ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৪ অক্টোবর) সকালে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান।
এতে প্রধান অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল। সভায় রিসোর্স পার্সন হিসেবে বক্তৃতা করেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা খন্দকার, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার ভেটেরিনারি অফিসার ডা. মো. ফেরদৌস রহমান, এমডিভি সুপারভাইজার মো. রবিউল ইসলাম।
অবহিতকরন সভায় জানানো হয়, ২৫ অক্টোবর মাইক্রোপ্লানিংয়ের মাধ্যমে কাজের এরিয়া বন্টন ও কৌশল নির্ধারণ করা হবে। ২৬ অক্টোবর এনিম্যাল স্টাফ কন্ট্রোল ট্রেনিং এর মাধ্যমে জনবলকে প্রশিক্ষিত করা হবে এবং ২৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৫ দিনব্যাপী উপজেলায় কুকুরের টিকাদান কর্মসুচি বাস্তবায়ন করা হবে। এ সময় পোষা ও বেওয়ারিশ কুকুরকে জলাতংক প্রতিষেধক টিকা প্রদান করা হবে।
সভায় স্বাগত বক্তব্যে ডা. ফেরদৌস রহমান বলেন, জলাতংক একটি ভয়ংকর মরনব্যাধি। পৃথিবীতে প্রতি ১০ মিনিটে একজন এবং প্রতিবছর প্রায় ৫৯ হাজার মানুষ জলাতংক রোগে মারা যায়। জলাতংক রোগটি মুলত কুকুরের কামড় বা আঁচরের মাধ্যমে ছড়ায়। বাংলাদেশে প্রতিবছর প্রায় ৫ থেকে ৬ লাখ মানুষ কুকুর, বিড়াল, শিয়ালের কামড় বা আঁচরের শিকার হয়ে থাকে। তিনি বলেন, ২০২২ সালের মধ্যে বাংলাদেশকে জলাতংক মুক্ত করার লক্ষ্যে কাজ করছে স্হানীয় সরকার, স্বাস্হ্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়।আগামী ৫ দিন ব্যাপী চান্দিনা উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ব্যাপকহারে কুকুরকে টিকা দেওয়া হবে। এই কার্যক্রমে স্বাস্থ্য বিভাগের অভিজ্ঞ টিম কাজ করবে।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল চান্দিনায় কুকুরের টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়ে বলেন, চান্দিনা উপজেলা প্রশাসন এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগীতা দিতে প্রস্তুুত রয়েছে।
অবহিতকরণ সভায় স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকার সহকারী সার্জন ডা. সাকিব মোর্সালিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুফীল আহমেদ, এমটিপিআই মো. মহিউদ্দিন, পৌরসভার টিকাদান সুপারভাইজার মো. ওয়াদুদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের প্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীবৃন্দ।
লালমাইয়ে জলাতঙ্ক নির্মূলের লক্ষে
অবহিতকরন সভা অনুষ্ঠিত
প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলা পরিষদের হলরুমে বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে কুমিল্লা জেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০২২ ইং অবহিত করন সভা অনুষ্ঠিত হয়।
সোমবার ২৪ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রওনক জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক, ইউএনও ফোরকান এলাহি অনুপম, লালমাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আইউব,উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম (ভারপ্রাপ্ত), যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ মেডিকেল অফিসার এবং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা জলাতঙ্ক রোগ ও প্রতিকার নিয়ে আলোচনা করেন।
প্রতিটি ইউনিয়নে ২ টি টিম ভ্যাকসিন দেয়ার কাজ করবে। প্রতিটি টিমে ৫ জন সদস্য কাজ করবে। ৫ দিন এ কার্যক্রম চলবে। আগামী ২৮ অক্টোবর ২২ থেকে ১ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম লালমাই উপজেলা এ কার্যক্রম চলবে।