তাঁতীলীগের অফিস উদ্বোধন
Published : Wednesday, 26 October, 2022 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর।।বাংলাদেশ তাঁতীলীগ কুমিল্লার মুরাদনগর উপজেলা শাখার কার্যালয় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা পরিষদ সড়কের গোমতী মার্কেটে ফিতা কেটে ওই অফিস উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং এফবিসিসিআইর সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি।
উপজেলা তাঁতীলীগের আহবায়ক আবুল হাসান আজাদের সভাপতিত্বে ও সদস্যসচিব আনোয়ার হোসেন পাশার উপস্থাপনায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের আহবায়ক পার্থ সারথী দত্ত, কুমিল্লা জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য মমতাজ বেগম, সাবেক জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য আরিফুল ইসলাম সাহেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক খাইরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক বাছির আহাম্মদ রাজু, আলমগীর হোসেন, জসিম উদ্দিন, বিল্লাল হোসেন, আলাউদ্দিন মিয়া, আক্তার হোসেন সরকার, শাম মিয়া, শাহিন মোল্লা, সদস্য নূরে আলম, আব্দুল আজিজ, রবি উল্লাহ, আমির হোসেন, নাজমুল ইসলাম, হাসান মিয়া, আবদুল আজিজ, উপজেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি শাহজাহান ইমরান ও সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ। দোয়া পরিচালনা করেন, হাফেজ মামুনুর রশীদ।
অফিস উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা তাঁতী লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ।