আল-আমিন বারীয়া দরবার শরীফে পবিত্র খোশরোজ শরীফ পালিত
Published : Wednesday, 26 October, 2022 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর।।
পবিত্র ঈদে মিল্লাদুন্নবী (দ:) উপলক্ষে চট্টগ্রাম বারীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ¦ মুফতী ছৈয়্যদ মোহাম্মদ শামছুদ্দোহা বারী শাহ্ এর পবিত্র খোশরোজ শরীফ পালিত হয়েছে। কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর আল-আমিন বারীয়া দরবার শরীফে ওই খোশরোজ শরীফ পালিত হয়।
দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ¦ মাওলানা শাহ মোহাম্মদ অলিউল্যাহ সুলতানী ছফুভীর সভাপতিত্বে খোশরোজ শরীফে প্রধান বক্তা ছিলেন মাওলানা গাজী মুফতী হাফিজ উদ্দিন সুন্নি আল কাদরী। বিশেষ বক্তা ছিলেন কোরআন শিক্ষা বোর্ডের সদস্য আলহাজ¦ মাওলানা জয়নাল আবেদীন সিরাজী। বয়ান করেন প্রভাষক মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা ওবায়দুল্লাহ সুন্নি আল কাদরী, কারী আব্দুল আলীম। মাহফিল পরিচালনা করেন কারী মোহাম্মদ তারেক রহমান। মিলাদ কেয়াম পরিচালনা করেন পীরজাদা মহিউদ্দিন ফাহাদ।
মাহফিলে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ধামঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শাহজাহান সরকার, জালাল উদ্দিন মেম্বার, হাজী আবদুর রহিম, ওমর ফারুক মানিক, ওমর ফারুক সরকার, আজমাল হোসেইন ও হাফেজ ফয়সাল আহাম্মদ প্রমুখ।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ¦ হযরত মাওলানা শাহ মোহাম্মদ অলিউল্যাহ সুলতানী ছফুভী।