Published : Saturday, 1 October, 2022 at 12:00 AM, Update: 01.10.2022 1:19:12 AM

গতকাল শুক্রবার কুমিল্লা মহানগরের কাপ্তান বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লার উদ্যোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। চক্ষু চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে ৫৭৭ জন চক্ষু রোগীকে বিনামুল্যে চক্ষু পরীক্ষা করা হয়। এ মধ্যে ১৩৫জনকে চশমা প্রদান করা হয়। ১১০জন চক্ষু রোগীর ছানি অপারেশনের জন্য বিকো ও চক্ষু হাসপাতালে নেয়া হয়।
সকালে এই চক্ষু ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আরফানুল হক রিফাত।
কুমিল্লা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মির্জা মো: কোরেশীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বেলাল হোসেন, ওয়ার্ড আওয়ামীগের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর নাছির উদ্দিন নাজিম, গোলাম সিদ্দিক পলিন, সাবেক কাউন্সিলর মো: মুসলেম উদ্দিনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং বিজেএকেএস এর প্রজেক্ট ম্যানেজার তপন সেনগুপ্ত, ফাইন্যান্স অফিসার কাজী মো: তৌহিদুল ইসলাম।
চক্ষু চিকিৎসা ক্যাম্পে চক্ষু পরীক্ষা করেন ডা: মো: মাইনুদ্দিন। সহযোগিতায় ছিলেন প্রোগ্রাম অফিসার বিপ্লব কুমার দে, মো: শাহদাৎ হোসেন, মো: ইকবাল হোসেন।
উল্লেখ্য যে, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি পরিচালিত বিকো ও চক্ষু হাসপাতালে নিয়মিত চক্ষু বিশেষজ্ঞগণ চক্ষু চিকিৎসা প্রদান করেন এবং রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ অধিভুক্ত ও স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদিত এক বছর মেয়াদী অফথালমিক এ্যাসিসটেন্ট সার্টিফিকেট কোর্স এর প্রশিক্ষণ প্রদান করা হয়।