ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় বিশ্ব হার্ট দিবস পালিত
Published : Friday, 30 September, 2022 at 12:00 AM, Update: 29.09.2022 11:57:25 PM
কুমিল্লায় বিশ্ব হার্ট দিবস পালিতনিজস্ব প্রতিবেদক: ২৯ সেপ্টেম্বর রবিবার ‘বিশ্ব হার্ট দিবস’। প্রতি বছরের ন্যায় এবারও নানান কর্মসূচীর মাধ্যমে হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লা বাংলাদেশের উদ্যোগে দিবসটি পালন করা হয়। হৃদয় দিয়ে প্রতিটি হার্টের যত্ন নিন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সকাল ৯ টায় হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লা বাংলাদেশের উদ্যোগে কুমিল্লা ঐতিহ্যবাহী টাউন হল মাঠ থেকে একটি বর্নাঢ্য সাইকেল র‌্যালি বের হয় । সাইকেল রেলিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউনহল মাঠে এসে শেষ হয় । পরে টাউন হল মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লা বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডাঃ তৃপ্তিশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আবদুল মান্নান, কুমিল্লা শিক্ষা বোর্ডের নবাগত চেয়ারম্যান অধ্যাপক জামাল নাসের, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক জেড এম মিজানুর রহমান খান, ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫ এর চেয়ারম্যান ও হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার সহ সভাপতি ডাঃ মল্লিকা বিশ্বাস, ডেপুটি সিভিল সার্জন ডা: নিসর্গ মেরাজ চৌধুরী।
এ সময় ময়নামতি মেডিকেল কলেজের ছাত্র শিক্ষক ও চিকিৎসকবৃন্দ, রোটারি ক্লাব অব কুমিল্লা, ইনার হুইল ক্লাব অব কুমিল্লা, রোটার‌্যাক্ট ক্লাব অব কুমিল্লা, দৃষ্টি কুমিল্লা, মর্ডান স্কুল, ওয়াই ডব্লিউ সি, নিরাপদ চালক চাই সহ বিভিন্ন সামাজিক, সংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে নগর উদ্যানে স্বাস্থ্য সচেতনতা মূলক একটি বিলবোর্ড স্থাপন করা হয়।