Published : Friday, 30 September, 2022 at 12:00 AM, Update: 29.09.2022 11:56:07 PM

ইসমাইল নয়ন।। কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাপুলিশ গত ২৯ সেপ্টেম্বর সকালে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ১২ কেজি গাঁজাসহ ২ নারী মাদককারবারী কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, এসআই নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ২৯ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার সময় দুলালপুর মধ্যপাড়ায়
দুললাপুর - ব্রাহ্মণপাড়া জিসিসি সড়ক সংলগ্ন আবুল বশর ময়সাং এর দোকানের সামনে হইতে আসমা বেগম(৪০) এবং মালেকা বেগম (৩০) কে গ্রেফতার করে। পুলিশ তাদের দখল হইতে ১২ কেজি গাঁজা উদ্ধার করে।
আসমা বেগম নরসিংদী জেলার রায়পুরা থানার বাঙ্গালীনগর গ্রামের মিলন হোসেনের স্ত্রী এবং মালেকা বেগম একই এলাকার আইয়ুব নবীর স্ত্রী। পুলিশ তার বিরোদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।
এব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল সত্যতা স্বীকার করে বলেন, " আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।