ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মনোহরগঞ্জে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
Published : Friday, 30 September, 2022 at 12:00 AM
মোঃ হুমায়ুন কবির মানিক ||
কুমিল্লার মনোহরগঞ্জে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাসান, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহাম্মদ উল্লাহ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ, মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবদুল মতিন, নাথেরপেটুয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা হুজ্জাতুল ইসলাম, ঝলম উত্তর ইউপি চেয়ারম্যান আবদুল মজিদ খাঁন রাজু, লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ, ইসলামিক ফাউণ্ডেশনের কর্মকর্তা মাওলানা মোতাহের হোসেন, মনোহরগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা প্রমুখ।
সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়ন তথা সকল ধর্ম-বর্ণের মানুষের সৌহার্দপূর্ণ সহাবস্থানের জন্য বাংলাদেশ বিশ্বব্যাপী প্রশংসিত। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির বাংলাদেশে যেকোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ। সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহবান জানান বক্তারা।'
এসময় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।